‘মূর্তি সরিয়ে সব ধর্মকে সম্মান করা হয়েছে’
সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে মূর্তি সরিয়ে ইসলাম ধর্মসহ সব ধর্মকে সম্মান করা হয়েছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। আজ শনিবার রাজধানীর সিরডাপে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে আয়োজতি এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
আইনমন্ত্রী বলেন, ‘আমরা এটাকে থেমিসের মূর্তি বললেও এটা থেমিসের আসল মূর্তির রূপ না। আমার কাছে মনে হয়, সেটা কোনো মূর্তিই ছিল না। এই মূর্তিটা সরিয়ে বরং ইসলামসহ অন্যান্য ধর্মের প্রতি সন্মান করা হয়েছে।’
তিনি বলেন, ‘আমরা ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই মূর্তিটা উপস্থাপন করলে আসল মূর্তির ইতিহাস বিকৃত হতো। আমরা কিন্তু বিকৃতি থেকে বের হয়ে আসতে চাই। অতীতে যেসব বিকৃতি হয়েছে সেগুলো থেকে বেরিয়ে এসেছি। আমি বলব, এর কারণে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়নি।’
মন্ত্রী বলেন, ‘সুপ্রিম কোর্টের সামনে থেকে মূর্তি সরানোর ব্যাপারে প্রধান বিচারপতিই সিদ্ধান্ত নিয়েছেন, তার সিদ্ধান্তেই সেখান থেকে মূর্তি সরানো হয়েছে।’
অনেক আলোচনা-সমালোচনার পর গত বৃহস্পতিবার মধ্যরাতে সুপ্রিম কোর্টের সামনে স্থাপিত ভাস্কর্যটি সরিয়ে নেওয়া হয়। এ নিয়ে তুমুল বিতর্কের মধ্যে আজ শনিবার দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক অনুষ্ঠান শেষে বিষয়টি নিয়ে কথা বলেন আইনমন্ত্রী।
প্রতিক্ষণ/এডি/সাই