মৃত্যুদণ্ডাদেশ বহাল ছয় জেএমবির

প্রকাশঃ জুলাই ২৮, ২০১৬ সময়ঃ ১:২৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:১৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

1460303603গাজীপুর আইনজীবী সমিতি মিলনায়তনে বোমা হামলার ঘটনায় জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) ছয় সদস্যের মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখেছেন হাইকোর্ট। দুজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। আর খালাস দেওয়া হয়েছে দুজনকে।

বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জে বি এম হাসানের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

যেসব জেএমবি সদস্যের মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখা হয়েছে, তারা হলেন—এনায়েত উল্লাহ ওরফে ওয়ালিদ ওরফে জুয়েল, আরিফুর রহমান ওরফে আকাশ ওরফে হাসিব, সাইদুর মুন্সী ওরফে শহীদুল মুন্সী ওরফে ইমন ওরফে পলাশ, আবদুল্লাহ আল সোহাইন ওরফে যায়িদ ওরফে আকাশ, নিজাম উদ্দিন রেজা ওরফে রনি ওরফে কচি ও তৈয়বুর রহমান ওরফে হাসান।

মৃত্যুদণ্ডাদেশ কমিয়ে যাদের যাবজ্জীবন করা হয়েছে, তারা হলেন মসিদুল ইসলাম মাসুদ ওরফে ভুট্টো ও আদনান সামী ওরফে আম্মার ওরফে জাহাঙ্গীর।

খালাস পেয়েছেন মো. আশরাফুল ইসলাম ওরফে আরসাদ ওরফে আব্বাস খান ও মো. সফিউল্লাহ ওরফে তারেক ওরফে আবুল কালাম।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ মো. মনিরুজ্জামান কবির। আর আসামিপক্ষে ছিলেন সাইফুর রশীদ সবুজ, ব্যারিস্টার গোলাম নবী, অ্যাডভোকেট শরিফুল ইসলাম, সাবেক বিচারপতি অ্যাডভোকেট দেলাওয়ার হোসেন ও অ্যাডভোকেট হেলাল উদ্দিন মোল্লা।

========

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G