মৃত্যুদণ্ড বহাল থাকবেই: আইনমন্ত্রী

প্রকাশঃ মে ২৭, ২০১৫ সময়ঃ ৭:৪২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৪২ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:

Anisআইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, কোন অবস্থাতেই মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদন্ডের রায় কার্যকর বন্ধ করবে না সরকার।

এছাড়া, যেকোন গুরুতর অপরাধের সর্ব্বোচ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড বহাল থাকবে বলেও জানান তিনি।

বুধবার দুপুরে সচিবালয়ে আইনমন্ত্রীর সাথে সৌজন্য দেখা করেন সুইডেনের রাষ্ট্রদূত জোহান ফেয়ারসেল।

সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি বলেন, মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড পাওয়া কামারুজ্জামানের ছেলে সুইডেনের নাগরিক। তাই রায় কার্যকর হওয়ার পর এ নিয়ে সুইডেনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। মৃত্যুদন্ডের মতো সাজা রহিত করারও আহ্বান জানান সুইডেনের রাষ্ট্রদূত। তবে কোনভাবেই মৃত্যুদণ্ড বাতিল করা হবে না।

ইউরোপীয় ইউনিয়নসহ বিশ্বব্যাপী মৃত্যুদণ্ডবিরোধী অবস্থানের বিষয়টিতে বাংলাদেশের নিজস্ব চিন্তা আছে জানিয়ে আনিসুল হক বলেন, ভবিষ্যতে নতুন যে আইনগুলো করব সেক্ষেত্রে যেখানে ক্যাপিটাল পানিশমেন্ট প্রয়োজন সেইসব প্রয়োজনীয় জায়গা ছাড়া ক্যাপিটাল পানিশমেন্ট রাখতে অনেকটা চিন্তা-ভাবনা করা হবে।

তবে মানবতাবিরোধী ও যুদ্ধাপরাধের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। এখানে মৃত্যুদণ্ডের বিধান আছে, থাকবেই।

প্রতিক্ষণ/এডি/জহির

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G