মৃত্যুদন্ড রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করলেন কামারুজ্জামান

প্রকাশঃ মার্চ ৫, ২০১৫ সময়ঃ ১:৩৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৩৪ অপরাহ্ণ

আদালত প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম.

kamruzzaman_1_0মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করেছেন তার আইনজীবীরা। মোট ৪৪টি পয়েন্টের ভিত্তিতে এবং ৪৫ পৃষ্ঠার মূল আবেদন করা হয়।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে কামারুজ্জামানের আইনজীবী ও সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন সাংবাদিকদের এ কথা জানান। আইনজীবী সমিতির অডিটোরিয়ামে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

তিনি বলেন, ‘আমরা কামারুজ্জামানের আপিলের রায়ের আইনগত পুনর্বিবেচনা করতে রিভিউ আবেদন করেছি। আমাদের কাছে মনে হয়েছে এই রায়ে এমন কিছু বিষয় রয়েছে যা সাক্ষ্য প্রমাণের সঠিক মূল্যায়ন করা হয় নাই। চারজন বিচারপতির মধ্যে একজন বিচারপতি কামারুজ্জামানকে মৃত্যুদণ্ড থেকে খালাস দিয়েছেন।

অন্য তিন বিচারপতি খালাস দেন নাই। আমরা কামারুজ্জামানের রায়টি পুনরায় বিবেচনা করার জন্য সুপ্রিমকোর্টের আপিল বিভাগে রিভিউ আবেদন করেছি। আশা করছি আমাদের আবেদনের শুনানি শেষে কামারুজ্জামানের রায়ের ব্যাপারে বিবেচনা করবেন আদালত।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মাহবুব বলেন, ‘এই আইনে মৃত্যুদণ্ড যে দিতেই হবে এমন কিছু বলা নেই। কারণ মানবতা বিরোধী অপরাধের মামলায় অন্যান্য আসামিদের আজীবন ও আমৃত্যু কারাদণ্ড দেয়া হয়েছে।’

প্রতিক্ষণ/এডি/রিফাত

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G