মৃত্যুর আগে মৃত স্বজনের সাক্ষাৎ

প্রকাশঃ অক্টোবর ২৮, ২০১৫ সময়ঃ ৬:৩১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৩১ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

death..tt_মানুষের জীবনের সবচেয়ে অপ্রিয় সত্য হলো এক দিন তাকে মরতে হবে। ধ্রুব এই সত্যটি নিয়ে কোনো বিতর্ক নেই। তবে মরার পরের জীবন নিয়ে যেমন বিতর্ক আছে, আছে নানা মত, তেমনি মরার ঠিক আগে মরণাপন্ন ব্যক্তির সাথে কী কী হয় তা নিয়েও আছে বিতর্ক।

সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করলো ক্যানিসিয়াস কলেজের এক দল বিজ্ঞানী। তারা একটি গবেষণার মাধ্যমে দেখিয়েছেন, মরণাপন্ন মানুষ মৃত্যুর কয়েক ঘণ্টা আগে তার মরে যাওয়া প্রিয় ব্যক্তি, বন্ধু, বা আত্মীয়কে দেখতে পায়।

এমনকি মৃত্যু যত কাছে আসে মরনাপন্ন ব্যক্তি মৃত ব্যক্তিকে তত স্পষ্ট, বেশি করে দেখতে পায়।

গবেষক দলের দাবি, ৬৬ জন মরণাপন্ন ব্যক্তিকে হাসপাতালের এক বিশেষ ঘরে রেখে দেখা গিয়েছে মরণাপন্ন ব্যক্তি দাবি করছেন যে, তাদের দেখতে এসেছে এমন কিছু মানুষ যারা মারা গিয়েছে।

মরণাপন্ন ব্যক্তিরা জানিয়েছেন, মৃত ব্যক্তিদের মধ্যে বেশিরভাগই বন্ধু ও আত্মীয়রা রয়েছেন।

গবেষণার প্রতিবেদনে এমনও দাবি করা হয়েছে মৃত্যুর মাসখানেক আগে থেকেও অনেক মরণাপন্ন রোগী মৃত ব্যক্তিদের দেখতে পাচ্ছেন।

প্রতিক্ষণ/এডি/বিএ

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G