মৃত্যুর মুহূর্তে নিজের ছবি ধারণ
ছবি তুলতে কার না ভালো লাগে। বিশেষ করে ফটোগ্রাফির বিষয়ে যাদের বিশেষ নেশা আছে তারা সব দুর্গম পথ পেড়িয়ে, অনেক বিপজ্জনক ছবি তুলে থাকেন; ডিজিটাল দুনিয়ার বদৌলতে যা এখন আমাদের অনেকেরই জানা। তবে আমরা কি এটা জানি, কেউ মৃত্যুর আগমুহূর্তে যুদ্ধক্ষেত্রে শেষ ছবি তুলে রেখেছেন? ঠিক এমনই এক ঘটনা ঘটেছে আফগানিস্তানে চার বছর আগে; মার্কিন সেনাবাহিনীর হিলডা ক্লেইটন নামের ফটোগ্রাফারের জীবনে।
এক বিস্ফোরণে নিহত হওয়ার ঠিক আগের মুহূর্তটি ক্যামেরাবন্দি করেন মার্কিন সেনাবাহিনীর এক ফটোগ্রাফার। তিনি ছাড়াও আরো চারজন আফগান সেনা এ বিস্ফোরণে নিহত হন।
২০১৩ সালের ২ জুলাই প্রশিক্ষণের সময় একটি মর্টার শেল বিস্ফোরিত হলে তারা নিহত হন। হিলডা ক্লেইটন যে আফগান সেনাকে প্রশিক্ষণ দিচ্ছিলেন, তার ক্যামেরারও একটি ছবি প্রকাশ করা হয়েছে। লাঘমানের পূর্ব প্রদেশে দুর্ঘটনাটি ঘটে। সেই ছবিগুলো প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের মিলিটারি রিভিউ ম্যাগাজিন।
তাদের পক্ষ থেকে বলা হয়েছে, নারী সৈনিকরা বিপজ্জনক পরিস্থিতিতে প্রশিক্ষণের সময় কীভাবে ঝুঁকি নিতে পারে এবং তাদের পুরুষ সহকর্মীর সঙ্গে সমানে অংশ নিতে পারে। ক্লেইটনের মৃত্যু তারই জ্বলন্ত উদাহরণ হয়ে থাকল। ক্লেইটন ছিলেন ভিজ্যুয়াল ইনফরমেশন স্পেশালিস্ট। তার পরিবারের অনুমতি নিয়েই ছবিটি মিলিটারি রিভিউ ম্যাগাজিন প্রকাশ করা হয়েছে। এই ক্লেইটনের নামে যুক্তরাষ্ট্রের জর্জিয়া রাজ্যে একটি আলোকচিত্র পুরস্কার চালু করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর।
সূত্র: বিবিসি
প্রতিক্ষণ/এডি/শাআ