মৃত ছাত্রীর বেতন চেয়েছিল যে স্কুল

প্রকাশঃ জুলাই ১, ২০১৬ সময়ঃ ১০:২৯ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:২৯ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

isb-1

যে চলে যায় সে সব জাগতিক হিসাব-নিকাশ মিটিয়ে যায়। সে স্কুলেও পড়তে পারে না আর তার বেতন দেবারও প্রশ্ন ওঠে না। কিন্তু গত বছর বাহরাইনের একটি ভারতীয় স্কুলে এক অদ্ভূত ঘটনা ঘটে। মৃত ছাত্রীর বাবা-মার কাছে বেতন চেয়ে পাঠায় সে স্কুল!

২০১৫ সালের জানুয়ারিতে জলবসন্তে আক্রান্ত হয়ে মারা যায় ৮ বছর বয়সী আবিয়া। কিন্তু এর কয়েকদিন পর তার স্কুলের টিউশন ফি চেয়ে বাবা-মাকে ফোন দেয় স্কুল প্রশাসন!

আবিয়া শ্রেয়া জফির সে স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্রী ছিল।

আবিয়ার মা শিনি ফিলিপকে ফোন দেয় ইন্ডিয়ান স্কুল বাহরাইনের (আইএসবি) এক প্রশাসনিক কর্মকর্তা। ফোনে তার কাছে এপ্রিল সেশনে আবিদার ফি পরিশোধ করা হয়নি বলে জানানো হয়। একই সঙ্গে তাকে দ্রুত তা পরিশোধের তাগিদ দেওয়া হয়।

আবিয়ার বাবা জফি চেরিয়ান গাল্ফ গণমাধ্যমকে জানান, একে তো মেয়ের মৃত্যুর শোক এখনো কাটিয়ে উঠতে পারেননি তার মা। তার ওপর স্কুল প্রশাসনের এ আচরণ তাকে আরও বিধ্বস্ত করে দিয়েছে।

বিষয়টি স্কুল কর্তৃপক্ষের নজরে আনা হলে এ ঘটনায় ক্ষমা প্রার্থনা করেন এর চেয়ারম্যান প্রিন্স নতরজন। তিনি এটাকে ‘প্রশাসনিক ভুল’ আখ্যা দিয়ে বিষয়টি তদন্ত করা হবে বলে জানান।

ভারতের কেরালার বাসিন্দা চেরিন ও তার স্ত্রী প্রায় ৩ দশক ধরে বাহরাইনে বসবাস করছেন।

 

 

প্রতিক্ষণ/এডি/সাদিয়া

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G