মেকআপসহ ঘুমালে যে সমস্যা হয়
প্রতিক্ষণ ডেস্ক
অনুষ্ঠান থেকে বাসায় ফিরার পর ক্লান্ত লাগার ফলে অনেকে মেকআপ নিয়েই ঘুমিয়ে পড়ে। এই ঘুমের ফলে ত্বকের অনেক ক্ষতি হয়। মেকআপসহ ঘুমালে ত্বকের লাবণ্যভাব নষ্ট হয় ও রুক্ষ হয়ে যায়। এমনকি ত্বকে বলিরেখাও দেখা দেয়।
চলুন জেনে নিই মেকআপ না তুলে ঘুমালে কী কী সমস্যা হয়ঃ
- মেকআপসহ ঘুমালে ত্বক কালচে হয়ে যায়। কারণ, সারারাত রাসায়নিক দ্রব্যসমৃদ্ধ প্রসাধনী ত্বকের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। এর ফলে ত্বকের ঔজ্জ্বল্য নষ্ট হয়।
- চোখের মেকআপের কারণে অ্যালার্জি হতে পারে। আইলাইনার ও মাশকারার কারণে চোখের পাপড়ি পড়ে যায়। এমনকি চোখের চারপাশও কুঁচকে যায়।
- লিপস্টিকের কারণে ঠোঁট কালচে হয়ে যায়। একই সাথে অনেক বেশি শুষ্ক হয়ে যায়। তাই রাতে ঘুমানোর আগে ঠোঁটের লিপস্টিক মুছে তারপর ঘুমাতে যাবেন।
- মেকআপের কারণে ত্বকের লোমকূপের মুখ বন্ধ হয়ে যায়। তাই সারারাত ত্বকে মেকআপ থাকার কারণে ব্রণের সমস্যাও দেখা দেয়।
- ফাউন্ডেশনের কারণে ত্বক শ্বাস নিতে পারে না। ফলে ত্বক কুচকে যাওয়ার আশঙ্কা থাকে। তাই অবশ্যই মুখের ফাউন্ডেশন তুলে ঘুমাবেন।
প্রতিক্ষণ/এডি/এফটি