মেক্সিকো পুলিশের বিরুদ্ধে ২২ ব্যক্তিকে হত্যার অভিযোগ
প্রতিক্ষন ডেস্কঃ
মেক্সিকোর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ মিচোকানে পুলিশ ২২ জন সাধারণ মানুষকে নির্বিচারে হত্যা করেছে এমন অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দেশটির জাতীয় মানবাধিকার সংস্থা মেক্সিকো ফেডারেল পুলিশের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ করেছে।
মানবাধিকার কমিশন আরো জানায়, অন্তত ২২ জনকে হত্যা করেছে পুলিশ। আবার অনেক মৃতদেহ বিভিন্ন স্থানে সরিয়ে নেওয়া হয়। মৃত অনেকের হাতে অস্ত্র তুলে দেওয়া হয়।
বিবিসির খবরে বলা হয়, গত বছরের মে মাসে মেক্সিকোর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ মিচোকানের তানহুয়াতো শহরের একটি খামারবাড়িতে সংঘবদ্ধ মাদকচক্রের সঙ্গে সংঘর্ষ হয় পুলিশের। ওই সময় ৪২ সন্দেহভাজন ব্যক্তি নিহত হন। অপর এক পুলিশ কর্মকর্তাও নিহত হন।
ঘটনার পর পুলিশ কর্মকর্তারা বলেন, ঘটনায় একটি মাদক পাচারকারী সংঘবদ্ধ চক্রের সদস্যরা নিহত হয়েছে।
তবে দেশটির সরকারের পক্ষ থেকে বলা হয়, মাদক ব্যবসায়ীদের হামলার পরিপ্রেক্ষিতেই আত্মরক্ষার্থে পাল্টা হামলা চালায় পুলিশ। তাদের দমন করতেই হেলিকপ্টার থেকে গুলি ছোড়া হয়েছিলো।
উল্লেখ্য, মিচোকান মেক্সিকোর সবচেয়ে সংঘাতপ্রবণ প্রদেশ। অঞ্চলটিতে কয়েকটি মাদক পাচারচক্র কাজ করছে।
প্রতিক্ষণ/এডি/আরএম