মেঘনায় ট্রলারডুবি, ১ লাশ উদ্ধার

প্রকাশঃ মার্চ ৮, ২০১৫ সময়ঃ ৯:৪৫ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:১৫ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

trolarব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে কিশোরগঞ্জের অষ্টগ্রামে যাওয়ার সময় মেঘনা নদীতে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে।

এ ঘটনায় একজনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনো ৪ জন নিখোঁজ রয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

রোববার সকালে আশুগঞ্জ লঞ্চঘাটের কাছেই ট্রলারটি ডুবে যায়।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভোরে ভৈরব থেকে ছেড়ে আসা ট্রলারটি আশুগঞ্জ লঞ্চঘাটে যাত্রাবিরতির পর সকাল ৭ টার দিকে কিশোরগঞ্জের অষ্টগ্রামের উদ্দেশ্যে ঘাট ছাড়ে। লঞ্চঘাট থেকে কিছু দূরে যাওয়ার পরই ট্রলারটি একপাশে ঝুঁকে তলিয়ে যায়।

এ সময় যাত্রীরা সাঁতরে তীরে উঠলেও পাঁচ জনের নিখোঁজ থাকে। এর পর অভিযান চালিয়ে একজনের লাশ উদ্ধার করা হয়। বাকি চারজনের খোঁজ এখনো পাওয়া যায়নি। উদ্ধার অভিযান চলছে।

ধারণ ক্ষমতার বেশি যাত্রী ও অতিরিক্ত মালামাল বোঝাইয়ের কারণে ট্রলারটি ডুবে যায় বলে অভিযোগ করেছেন যাত্রীরা।

আশুগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার মজিবুর রহমান জানান, নিখোঁজদের উদ্ধারে স্থানীয় ডুবুরি ও ফায়ার সার্ভিসকর্মীরা কাজ শুরু করছে।

 

 

বলে জানান তিনি।

প্রতিক্ষণ /এডি/বাবুল

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G