মেজর মান্নানের বিরুদ্ধে ব্যবস্থা

প্রকাশঃ ডিসেম্বর ২৪, ২০১৫ সময়ঃ ৯:৪০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৪০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

ব্যাংকটাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মেজর (অব.) আব্দুল মান্নানসহ জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক।

তথ্যানুযায়ী,বাংলাদেশ ইন্ড্রাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি (বিআইএফসি)থেকে বিকল্পধারার এই মহাসচিব ৫১৮ কোটি টাকা হাতিয়ে নিয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে মঙ্গলবার (২২ ডিসেম্বর) বিআইএফসি’র পরিচালনা পর্ষদের চেয়রম্যানের কাছে এ সংক্রান্ত একটি চিঠি দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র শুভঙ্কর সাহা বলেন, জালিয়াতির মাধ্যমে প্রভাব খাটিয়ে বিপুল পরিমান টাকা হাতিয়ে নেওয়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পর্ষদকে চিঠি দেওয়া হয়েছে।

 

প্রতিক্ষণ/এডি/জেডএমলি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G