মেজর হানিফ ৩ দিনের রিমান্ডে

প্রকাশঃ ফেব্রুয়ারি ২১, ২০১৫ সময়ঃ ৭:৪১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৪১ অপরাহ্ণ

আদালত প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

mejor hanifগাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মেজর (অব.) হানিফের বিরুদ্ধে ৩ দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।

শনিবার বিকেলে হানিফকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মিরপুর থানা পুলিশ। মহানগর হাকিম তসরুজ্জামান শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে সকালে মেজর হানিফকে (অব.) বনানীর ডিওএইচএস থেকে শনিবার সকালে আটক করেছে পুলিশ।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির জানান, কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর জন্য স্থায়ী কমিটির সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমানের বনানীর বাসায় যাচ্ছিলেন হানিফ। বাসার কাছ থেকে পুলিশ তাকে আটক করে।

প্রতিক্ষণ /এডি/মেজবা

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G