মেডিকেল টেকনোলজিস্টদের মানববন্ধন
প্রতিক্ষণ ডেস্কঃ
সিলেট নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বেকার অ্যান্ড প্রাইভেট সার্ভিসেস মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশনের (বিপিএমটিএ) আয়োজনে আজ শুক্রবার সকালে মেডিকেল টেকনোলজিস্টদের একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক পরিচালিত, নীতিমালাবহির্ভূত মেডিকেল টেকনোলজিস্ট কোর্স পরিচালনা বন্ধ, ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের নিয়োগ চালু, তাঁদের পদমর্যাদা দশম গ্রেডে উন্নীতকরণের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই মানববন্ধন হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশে স্বাস্থ্য অধিদপ্তরের তত্ত্বাবধানে ১১১টি প্রতিষ্ঠান থেকে প্রতিবছর প্রায় সাড়ে সাত হাজার টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট পাস করার পরও বেকার থাকছেন অধিকাংশই। সরকার ২০০৮ সালের পর থেকে এসব পদে নিয়োগ বন্ধ করে দেওয়ায় বেকারের সংখ্যা আশঙ্কাজনক পরিমাণে দাঁড়িয়েছে। যার ফলে তারা অনিশ্চয়তার মাঝে দিন কাটাচ্ছেন। তাই অবিলম্বে সরকারি-বেসরকারি হাসপাতালে গ্র্যাজুয়েট, ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের নিয়োগ এবং নতুন পদ চালু করার দাবি জানান তাঁরা।
এছাড়াও মানববন্ধনে কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক পরিচালিত, নীতিমালাবহির্ভূত মেডিকেল টেকনোলজিস্ট কোর্স বন্ধ ও সরকারি চাকরিতে ডিপ্লোমা টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের পদমর্যাদা দশম গ্রেডে উন্নীত করার দাবি জানান বক্তারা। অবিলম্বে দাবি পূরণ না হলে দেশজুড়ে আরো কঠিন কর্মসূচি ঘোষণা দেওয়া হবে বলেও মানববন্ধন থেকে ঘোষণা করা হয়।
প্রতিক্ষণ/এডি/সাদিয়া