ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:
কোপা আমেরিকা টুর্নামেন্টকে সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতি শুরু করেছে আর্জেন্টিনা।
তবে, ৬ জুন ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের কারণে প্রীতি ম্যাচে খেলছেন না অধিনায়ক লিওনেল মেসি, হাভিয়ের মাসচেরানো ও কার্লোস তেভেজ। তবে ইউরোপিয়ান মৌসুমে খেলা না থাকায় যোগ দিয়েছেন সার্জিও আগুয়েরো, ডি মারিয়া, মার্কোস রোহো, এরিক লামেলাসহ প্রায় সব তারকাই।
হেড কোচ জেরার্ডো টাটা মার্টিনোর নেতৃত্বে রাজধানী বুয়েনস এইরেসে শুরু হয়েছে প্রাথমিক প্রস্তুতি। ১১ জুন থেকে চিলিতে শুরু হতে যাওয়া কোপা আমেরিকা টুর্নামেন্টে আর্জেন্টিনা দল এবার খেলবে গ্রুপ বি’তে, প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন উরুগুয়ে প্যারাগুয়ে ও জ্যামাইকা।
এর আগে, ৬ জুন সান হুয়ানে বলিভিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আলবিসেলেস্তেরা।
২০১১ সালে কোপা’র আসরে থেকে স্বাগতিক উরুগুয়ে বিদায় জানিয়েছিলো মেসিদের, তাই এবারের আসরে নিজেদের জয় নিশ্চিত করতে জোরেশোরে প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টাইনরা।