ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:
কোপা আমেরিকার ফাইনালে রোববার স্থানীয় সময় বিকেলে চিলির বিপক্ষে ফাইনাল ম্যাচটির প্রথমার্ধে চিলির ভক্তরা মেসির পরিবারের সদস্যদের ওপর হামলা চালিয়েছে।
প্রথমার্ধের কিছু সময় আগে ওই নিন্দনীয় ঘটনাটি ঘটে। লা রোজার সমর্থকেরা বার্সেলোনার স্ট্রাইকার মেসির পরিবারকে কটুক্তি করা শুরু করলে এই ঘটনার জন্ম হয়। ২৮ বছর বয়সী মেসির ভাই রোদ্রিগোর প্রতিবাদ করলে চিলির এক সর্মথক তাকে আঘাত করে। সেসময় সেখানে মেসির বাবা-মা এবং আরেক ছোটো ভাই উপস্থিত ছিলেন। এর পরেই নিরাপত্তার স্বার্থে গোটা পরিবারকে টেলিভিশন কেবিনে সরিয়ে নেয়া হয়। আর্জেন্টিনার আরেক স্ট্রাইক্রার সার্জিও আগুয়েরোর পরিবারও সেসময় চিলির সমর্থকদের ব্যঙ্গ আর কটুক্তির শিকার হন। নির্ধারিত সময় গোলশুন্য থাকার পর চিলির কাছে ট্রাইবেকারে ৪-১ গোলে পরাজিত হয় মেসি-আগুয়েরো-হিগুয়েইন-ডিমারিয়ার তারকা বহুল আজেন্টিনা দল।
কোপা আমেরিকার শিরোপার লড়াইয়ে চিলির কাছে হেরে আরেকবার স্বপ্নভঙ্গ হলো আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির। গত বিশ্বকাপের পর এবারও ফাইনালে হারের পর তাঁর নেতৃত্বে বড় আসরে জয় অধরাই থাকল আর্জেন্টিনার। তাই চাপা কষ্ট নিয়ে মাঠ ছাড়তে হলো বার্সেলোনার ফরোয়ার্ডকে। মনঃকষ্টের এ অনলে ঘি ঢালল চিলির কয়েকজন সমর্থক। যা কি সত্যিই কাম্য ছিল?
প্রতিক্ষণ/এডি/জহির