মেসেঞ্জারে চলবে একাধিক অ্যাকাউন্ট

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৩, ২০১৬ সময়ঃ ৩:৫৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:১২ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

e7mjialpyngd9twmfbqr

অ্যানড্রয়েড বা আইওএস ফোনে সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাপস ফেসবুক মেসেঞ্জারে এতদিন পর্যন্ত একটি অ্যাকাউন্ট চালানো যেতো। ইচ্ছে করলে এখন একটি মেসেঞ্জারে চালানো যাবে একাধিক ফেসবুক ম্যাসেঞ্জার অ্যাকাউন্ট।

মেসেঞ্জার আপডেট করিয়ে নিলে নতুন মেসেঞ্জার অ্যাপে একাধিক অ্যাকাউন্ট ব্যবহারের সুবিধা পাওয়া যাবে। এনগ্যাজেটের প্রতিবেদন অনুসারে,‘ফেসবুক নতুন একটি পদ্ধতি চালু করেছে যা দিয়ে প্রত্যেকের সাথে যোগাযোগ আরও সহজ হবে।’

গত সপ্তাহে ইনস্টাগ্রামে একাধিক অ্যাকাউন্ট চালানোর ফিচার যোগ হওয়ার পর একই সুবিধা এবার যোগ হচ্ছে ম্যাসেঞ্জারেও। এ ছাড়া এসএমএস সার্ভিসও ফিরে আসছে ফেসবুকের এই ম্যাসেজিং অ্যাপে।

এই সুবিধার মাধ্যমে ম্যাসেঞ্জার ব্যবহারকারীরা অ্যাপের মাধ্যমেই আদান-প্রদান করতে পারবে ক্ষুদে বার্তা। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেক ক্রাঞ্চের একটি প্রতিবেদন থেকে জানা গেছে এ সংবাদ।

ম্যাসেজিং অ্যাপ ম্যাসেঞ্জারের মালিকানা রয়েছে ফেসবুকের হাতে। তাই ফেসবুকের এক মুখপাত্র টেকক্রাঞ্চকে এই বিষয়গুলো নিশ্চিত করে বলেন, ‘বর্তমানে ম্যাসেঞ্জার ও এসএমএস এর মাধ্যমে যেন আমাদের ব্যবহারকারীরা সব বার্তা আদান-প্রদান করতে পারে, সেই সক্ষমতা অর্জনের চেষ্টা করছি আমরা।’ তিনি আরো বলেন, ‘মাত্র একটি অ্যাপের মাধ্যমে সব এসএমএস ম্যাসেজ পাওয়া, দেখা এবং ফিরতি ম্যাসেজ পাঠানো যাবে সহজেই। আপনি যদি এমএসএস সার্ভিসটি গ্রহণ করে থাকেন, তাহলে ম্যাসেঞ্জারের সব সুবিধার পাশাপাশি আপনি আর একটি বাড়তি সার্ভিস পেতে যাচ্ছেন।’পাশাপাশি আপনি আর একটি বাড়তি সার্ভিস পেতে যাচ্ছেন।’

 

প্রতিক্ষণ ডেস্ক/এডি/আস

 

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G