মোদিকে আসতে মানা

প্রকাশঃ মার্চ ৪, ২০১৫ সময়ঃ ৪:৪৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৪৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

kader-siddiki-3ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বাংলাদেশ সফরে আসতে বারণ করেছেন কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। বলেছেন, ‘শুনেছি কয়েক দিনের মধ্যে ঢাকায় আসবেন মোদি।

আমি বলবো অবৈধ সরকারের সঙ্গে দেখা করতে আপনি এ দেশে আসবেন না। আসলে ফুল পাবেন না, মালা পাবেন না, পাবেন শুধু জ্বালা।

বুধবার দুপুরে মতিঝিলে দলীয় কার্যালয়ের সামনে চলমান অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

মোদির উদ্দেশে তিনি বলেন, ‘আমাদের দেশে যতক্ষণ পর্যন্ত শান্তি ফিরে না আসবে ততক্ষণ পর্যন্ত বর্তমান সরকারের সঙ্গে আপনি যোগাযোগ রাখবেন না।’

প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, ‘আপনি বিদেশিদের সঙ্গে আলোচনা করতে  পারেন, তাহলে স্বদেশিদের সঙ্গে আলোচনা করতে আপনার সমস্যা কোথায়। আমি তো অনেক আগেই থেকে বলে আসছি দেশের শান্তির জন্য প্রয়োজনে চারালের সঙ্গে আলোচনায় বসুন।

অভিজিৎ রায় হত্যাকাণ্ড সম্পর্কে তিনি বলেন, কঠোর নিারপত্তার মধ্যে অভিজিৎ খুন হলো তাতে আমি বিষ্মিত। শুনেছি পেট্রোলবোমা যারা মারছে তাদেরকে তিনশ’-চারশ’ গজ দূর থেকে পুলিশ গুলি করছে। অথচ অভিজিতকে খুন করার সময় সাত আট গজ দূরে পুলিশ ছিল। এত কঠোর নিরাপত্তার মধ্যে যদি অভিজিতকে হত্যা করা হতে পারে তাহলে আমার বোনের (শেখ হাসিনা) জীবনের নিরাপত্তা দেবে কে?

সরকার যদি তার পতন তরান্বিত কতে চায় তাহলে খালেদা জিয়াকে গ্রেপ্তার করবে বলে মন্তব্য করেন বঙ্গবীর কাদের সিদ্দিকী।

প্রতিক্ষণ/এডি/ই রা

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G