মোবাইলে যখন সেলফি, তখন প্রিন্ট!

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৪, ২০১৫ সময়ঃ ২:৫৫ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৫৫ পূর্বাহ্ণ

আইটি ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:

 

pryntcases_screenshot মোবাইলে সেলফি তুলে সাথে সাথে প্রিন্ট করা ছবি পাওয়া যাবে। ফ্রান্সের একটি প্রতিষ্ঠান তৈরি করেছে সম্পূর্ণ ভিন্ন ধরণের একটি স্মার্টফোন কেসিং। এই কেসিং ফোনে সেলফি তোলার পর অল্প সময়ের মধ্যেই সেটি প্রিন্ট করে দিতে পারে।

সম্প্রতি বিল্ট-ইন প্রিন্টার যুক্ত কেসিংটি প্রদর্শন করে Prynt নামক এই প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি জানিয়েছে, মাত্র ৫০ সেকেন্ড সময়ের মধ্যে কেসিংটি একটি ছবি প্রিন্ট করে দিতে সক্ষম।

তবে খুব শীঘ্রই এমন প্রযুক্তি যুক্ত করা হচ্ছে এতে যাতে করে ৩০ সেকেন্ডে প্রিন্ট করা যায়। বর্তমানে এই কেসিং কাম প্রিন্টারে একটি মাত্র ছবি প্রিন্ট করার কাগজ রাখা গেলেও প্রতিষ্ঠানটি জানিয়েছে, শীঘ্রই আরও বেশি কাগজ রাখার ব্যবস্থা যুক্ত করা হবে।

এই কেসিংটি ব্লুটুথের সাহায্যে ফোনের সাথে সংযুক্ত থাকবে। আগামী বছরের শুরুতে এটি বাজারে আসতে পারে। এরই মধ্যে এর মূল্য নির্ধারণ করা হয়েছে ৯৯ ডলার।

প্রতিক্ষণ/এডি/জয়

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G