মেয়রের ফোনঃ এক ঘন্টা পর ফের সদরঘাটে লঞ্চ!
নিজস্ব প্রতিবেদক
সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সুন্দরবন-৭ লঞ্চটি প্রায় ৩ হাজার যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশ্য বেলা ১.৩০টার দিকে ছেড়ে যাওয়ার এক ঘন্টার মধ্যে আমার ঘাটে ফেরত আসে। যাত্রীদের ভোগান্তি তৈরি করে ঘাটে লঞ্চ ফিরিয়ে আনার জন্য বরিশালের মেয়র আহসান হাবীব কামালের বিরুদ্ধে আভিযোগ উঠেছে।
সুন্দরবন-৭ এর সুভাশিষ রায় নামে এক যাত্রী বলেন, সুন্দরবন-৭ বেলা দেড়টার দিকে বরিশালের উদ্দেশ্য ৩ হাজার যাত্রী নিয়ে যাত্রা শুরু করে। লঞ্চের যাত্রার এক ঘন্টা পর বরিশালের মেয়র আহসান হাবীব কামালের ফোনে এমভি সুন্দরবন-৭ আবার ঘাটে ফিরে আসে।
তিনি আক্ষেপ করে আরো বলেন, একজন ব্যক্তির স্বার্থে যদি আমরা সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ি, তাহলে কিরুপ স্বাধীন হতে পেরেছি আমরা। আর এজন্য কি আমরা তাদের ভোট দিয়ে মেয়র নির্বাচন করেছি যে তারা যখন যা খুশি তাই করবেন।
সুন্দরবন-৭ এর অন্য এক যাত্রী বলেন, মেয়র বলেই তিনি তার পেশী শক্তি ব্যবহার করতে পেরেছেন, ক্ষমতার দাপট দেখিয়েছেন। তার সময়ের মূল্য আছে, কিন্তু আমাদের সময়ের কোন মূল্য নেই। এখন আমরা খুবই চিন্তিত যে সঠিক সময়ে যেতে পারবো কি-না ?
তবে সুন্দরবন-৭ লঞ্চের মালিক সাইদুর রহমান রিন্টু প্রতিক্ষণ ডট কমকে বলেন যে, এ ব্যাপারে তিনি কিছু জানেন না।
মেয়র আহসান হাবিব কামালের ফোনে বারবার চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।
প্রতিক্ষণ/এডি/নির্ঝর