মেয়র বুলবুলের বিরুদ্ধে মামলা

প্রকাশঃ মার্চ ৩, ২০১৫ সময়ঃ ৫:০৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:০৫ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

mayor bulbulরাজশাহীতে আওয়ামী লীগ নেতা এএইচএম খায়রুজ্জামান লিটনের বাসায় ককটেল হামলার ঘটনায় সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করেছে।

এ মামলায় তার দুই ভাইসহ আরও ১১ জনকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে বোয়ালিয়া মডেল থানার উপ-পরিদর্শক রেজাউল করিম বাদী হয়ে মামলাটি করেছেন।

বোয়ালিয়া মডেল থানার ওসি আলমগীর হোসেন জানান, সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটনের বাসায় সোমবার রাতে ককটেল হামলার ঘটনায় দুপুরে বিস্ফোরক আইনে পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে।

মামলায় বর্তমান সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, তার দুই ভাই মোস্তাক হোসেন ঝন্টু ও মাইমুর রশিদ বাবুসহ সাতজনের নাম উল্লেখ করা হয়েছে।

এ ছাড়াও এ মামলায় বিএনপি-জামায়াতের আরো চার-পাঁচজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

মামলায় সোমবার রাতে আটক মোস্তাক হোসেন ঝন্টু ও মাইমুর রশিদ বাবুকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এর আগে ২০১৩ সালের ২৬ ডিসেম্বর বিএনপি জোটের মিছিল থেকে পুলিশের গাড়িতে বোমা হামলা চালানো হয়। এতে পুলিশ কনস্টেবল সিদ্ধার্থ সরকার নিহত হন। এ ঘটনায় হত্যা ও বিস্ফোরণ আইনে দায়ের করা দুটি মামলায় মেয়র মোসাদ্দেক হোসেন আসামি রয়েছেন।

এছাড়া বিএনপি জোটের চলমান অবরোধ-হরতালের মধ্যে ১৯ জানুয়ারি গভীর রাতে নগরের ভদ্রা এলাকায় বাসে পেট্রোল বোমা হামলা, ২২ জানুয়ারি দুপুরে নগর ভবনের সামনে গাড়িবহরে পেট্রোল ও হাতবোমা হামলা এবং ২৫ জানুয়ারি গভীর রাতে কাপাসিয়ায় বাসে পেট্রোল ও হাতবোমা হামলা মামলায় মোসাদ্দেক হোসেনকে হুকুমের আসামি করা হয়েছে।

প্রতিক্ষণ /এডি/বাবুল

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G