মে মাসে চীন সফরে যাচ্ছেন মোদি

প্রকাশঃ ফেব্রুয়ারি ১, ২০১৫ সময়ঃ ৭:৪৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৪৫ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক, প্রতিক্ষণ ডটকম

modiভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চলতি বছরের মে মাসে চীন সফর করতে পারেন।

বেইজিং সফররত ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ এ কথা জানিয়েছেন।

এনডিটিভির খবরে বলা হয়, রবিবার সকালে ভারত-চীন মিডিয়া ফোরামে বক্তৃতা দেওয়ার সময় সুষমা স্বরাজ জানান, মে মাসে মোদি চীন সফর করবেন।

চীন-ভারত সম্পর্ক নিয়ে সুষমা বলেন, ‘চীনের কোম্পানিগুলো যেন ভারতে সহজে ব্যবসা করতে পারে সে ব্যবস্থা আমরা করে দেব এবং আমরা প্রত্যাশা করব, চীনে যাতে ভারতীয় কোম্পানিগুলো তাদের ব্যবসা প্রসার করতে পারে, একই ধরনের অনুপ্রেরণা আমরাও পাব।’

রাশিয়া-ভারত-চীন (আরআইসি) ত্রিদেশীয় বৈঠকের উদ্দেশে শনিবার বেইজিং সফরে গেছেন সুষমা। তার সঙ্গে এ সফরে রয়েছেন সদ্য নিয়োগপ্রাপ্ত পররাষ্ট্র সচিব এস জয়শংকর।

বেইজিংয়ে সোমবার আরআইসির বৈঠকটি অনুষ্ঠিত হবে। এ বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং লি এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ অংশ নেবেন।

খবরে বলা হয়, প্রটোকলের বাইরে সোমবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গেও বৈটক করবেন সুষমা স্বরাজ।

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ভারত সফরের পর সুষমার এই চীন সফরকে ‘ভারসাম্যের সফর’ বলে অভিহিত করা হচ্ছে।

ওবামার সফরের সময় চীন বলেছিল, নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্রুপের (এনএসজি) সদস্য হতে ভারতকে বেগ পোহাতে হবে।

প্রতিক্ষণ /এডি/গোলাপ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G