মোদি-খালেদার বৈঠক বিকেলে

প্রকাশঃ জুন ৭, ২০১৫ সময়ঃ ১১:২৮ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:২৮ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

khaleda modiবাংলাদেশে সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বৈঠক রোববার বিকেল চারটায় সোনারগাঁও হোটেলের সুরমা কক্ষে অনুষ্ঠিত হবে।

এব্যাপারে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, খালেদা জিয়ার সাথে বিএনপির কয়েকজন শীর্ষ নেতাও এই বৈঠকে অংশ নেবেন।

জানা গেছে, মোদীর সঙ্গে বৈঠকে বিএনপি চেয়ারপার্সন মধ্যবর্তী নির্বাচনের ব্যাপারে তার সহযোগিতা চাইবেন। মোদীর হাতে লিখিত একটি প্রতিবেদনও তুলে দেবেন খালেদা জিয়া। সেই সাথে ভারতের সাথে সম্পর্ক উন্নয়নে বিএনপির সহযোগিতার বিয়ষটিও তুলে ধরবেন বলে সূ্ত্রগুলো জানিয়েছে।

এরআগে শুক্রবার সকালে পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, খালেদা জিয়ার সাথে মোদীর বৈঠকের কোন সম্ভাবনা নেই। তবে বিকালে দিল্লীতে সংবাদ সম্মেলন করে ভারতের পররাষ্ট্র সচিব সুব্রানিয়াম জয়শংকর খালেদা-মোদির বৈঠকের বিষয়টি নিশ্চিত করেন।

 

প্রতিক্ষণ/এডি/নূর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G