মোদি-খালেদা বৈঠক নিয়ে জবাব দিলেন পররাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বৈঠক নিয়ে সৃষ্ট বিতর্কের জবাব দিলেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মোহাম্মদ আলী। তিনি বলেছেন, ‘সেদিন আমার বক্তব্য বিকৃত করে এবং আমার উদ্ধৃতি দিয়ে গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল খালেদা মোদির বৈঠক হচ্ছে না।’
গত ১৩ জুন একটি ভারতীয় পত্রিকায় দেয়া সাক্ষাৎকারে খালেদা জিয়া মোদির সঙ্গে বৈঠকে বাধা দেয়ার অভিযোগ করার পর মঙ্গলবার জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেয়া এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রী এ কথা বললেন।
উল্লেখ্য, মোদি ঢাকায় আসার আগে পররাষ্ট্রমন্ত্রী এক সংবাদ সম্মেলনে তার সফরের বিস্তারিত জানাচ্ছিলেন। এ সময় সাংবাদিকরা তার কাছে খালেদার সঙ্গে বৈঠকের বিষয়ে জানতে চান। জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, ‘খালেদার সঙ্গে মোদির বৈঠকের কোনো সম্ভাবনা আমি দেখছি না।’
তবে মঙ্গলবার সংসদে তিনি দাবি করেন, এ বিষয়ে এক সাংবাদিক তাকে প্রশ্ন করলে তিনি জবাব দিয়েছিলেন, ‘এ প্রশ্ন নিয়ে এখানে আলোচনার কোনো সুযোগ নেই। তবে একটি জাতীয় দৈনিক পরের দিন আমাকে কোট করে মোদি-খালেদার বৈঠক হচ্ছে না শিরোনামে খবর ছাপায়।’
এর আগে গত ১৩ জুন ভারতীয় পত্রিকায় দেয়া সাক্ষাৎকারে খালেদা জিয়া অভিযোগ করেন, মোদির সঙ্গে তার বৈঠক ঠেকাতে সরকার ষড়যন্ত্র করেছে।
এ প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রী সংসদে এ ‘অপপ্রচারের’ বিরুদ্ধে খালেদাকেই দায়ী করে বলেন, ‘হায় বেগম জিয়া, আর কত মিথ্যাচার করবেন, হায় খালেদা!’
প্রতিক্ষণ/এডি/নির্ঝর