মোবাইল ফোনে জুতা নিয়ন্ত্রণ!

প্রকাশঃ জানুয়ারি ১৫, ২০১৬ সময়ঃ ১১:১০ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:১০ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

fgyস্মার্ট ফোনের পর এবার বাজারে আসছে স্মার্ট জুতা। এটি তৈরি করেছে ফ্রান্সের একদল বিজ্ঞানী।

বিজ্ঞানীরা জানিয়েছেন, যে কোনো পায়েই ফিট হয়ে যাবে এই স্মার্ট জুতা। এই জুতা ছোট বড় হওয়ার কোনো ঝামেলা নেই। জুতাটা যে ব্যক্তিই পড়ুক না কেন, তার পায়ের সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে লেগে যাবে।

শুধু তাই নয়, কেউ যদি তার পোষাকের রঙের সঙ্গেও ম্যাচ করে নিতে চায়, তাহলে সেটাও পারবেন। অর্থাৎ চাইলে যে কোনো রঙ ধারণ করবে এ জুতা।

ityuসবচেয়ে মজার ব্যাপার হলো, এ জুতাকে ব্লু টুথের মাধ্যমে স্মার্ট ফোনের সঙ্গে সংযুক্ত করে নিয়ন্ত্রণ করা যাবে। এছাড়াও ভয়েস কমান্ড ব্যবহারেও একে নিজের দখলে রাখা সম্ভব হবে।

এই স্মার্ট জুতায় কোনো ফিতা নেই। এর পরিবর্তে এতে রয়েছে একটি লম্বা জিভ। ‘অটোমেটিক টাইটেনিং সিস্টেম’ এ জিভটি স্বয়ংক্রিয়ভাবে পায়ের সঙ্গে আঁটসাঁট হতে পারে।

আবার খোলার দরকার হলে জিভটিকে মোবাইলের মাধ্যমে একটি কমান্ড দিয়ে খুব সহজেই পা থেকে খুলে ফেলা যাবে।

বিশেষ একটি অ্যাপের মাধ্যমে জুতাটিকে নিয়ন্ত্রণ করতে হবে। এই বছরের অক্টোবর মাস থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের লাসভেগাসে এই জুতাটি পাওয়া যাবে। এর দাম ধরা হয়েছে ৪৫০ মার্কিন ডলার।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G