মোরেলগঞ্জে নানা আয়োজনে বর্ষবরণ

প্রকাশঃ এপ্রিল ১৬, ২০১৭ সময়ঃ ৩:৪১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৪৫ অপরাহ্ণ

শামীম আহসান মল্লিক, মোরেলগঞ্জ প্রতিনিধি:

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার শহীদ শেখ রাসেল মুজিব মাধ্যমিক বিদ্যালয়ের ২দিন ব্যাপি বর্ষবরণ উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের প্রথম দিনে মঙ্গল শোভাযাত্রা, বৈশাখী গান,একক নৃত্যানুষ্ঠান, যেমন খুশি তেমন সাজ ও বাউল সঙ্গীতের আয়োজন করা হয়। দ্বিতীয় দিন বিদ্যালয় প্রাঙ্গণে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ডাঃ মোজাম্মেল হোসেন।

সভায় সভাপতিত্ব করেন বলইবুনিয়া ইউনিয়ান আওয়ামীলীগ সভাপতি ও  বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি খ ম লুৎফর রহমান । বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এ্যাড.শাহ-ই-আলম বাচ্চু, থানা অফিসার ইনচার্জ রাশেদুল আলম, জেলা পরিষদ সদস্য মোসাঃ আফরোজা আকতার লিমা, কেএম নাসির উদ্দিন, বলইবুনিয়া ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী খান প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম খান।

বর্ষবরণ উপলক্ষ্যে বলইবুনিয়া ইউনিয়ানের পিএসসি ও জেএসসিতে এ প্লাস প্রাপ্ত ৩৮ জন শিক্ষার্থীকে সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়। শিক্ষার্থীদের হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেন সংসদ সদস্য আলহাজ্ব ডা. মোজাম্মেল হোসেন।

প্রতিক্ষণ/এডি/সাই

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G