মোল্লা ওমরের ছেলে খুন
আন্তর্জাতিক ডেস্ক
আফগানিস্তানের প্রয়াত তালেবান নেতা মোল্লা ওমরের ছেলেকে খুন করা হয়েছে বলে দেশটির গণমাধ্যম খবর দিয়েছে। আফগানিস্তানের সংসদ সদস্য জহির কাদির দৈনিক আউটলুক পত্রিকাকে জানায়, মোল্লা ওমরের ছেলে মোল্লা ইয়াকুব কয়েকদিন আগে খুন হয়েছেন। তিনি আরো দাবি করেন, ইয়াকুব তালেবান সংগঠনে তার বাবার স্থলাভিষিক্ত হতে চেয়েছিলেন।
কিন্ত সংগঠনটির সদ্য নির্বাচিত নেতা মোল্লা আখতার মনসুরের হাতে রহস্যজনকভাবে তিনি খুন হন। জহির কাদিরকে উদ্ধৃত করে দেশটির বেসরকারি টিভি চ্যানেল টোলো-ও মোল্লা ইয়াকুরের মৃত্যুর খবর দিয়েছে। তবে তালেবানরা এ খবর সম্পর্কে কোনো মন্তব্য করেনি।
এদিকে আফগানিস্তানের তালেবানের সঙ্গে সংশ্লিষ্ট ফিদাই মাহনাজ সশস্ত্র গোষ্ঠী দাবি করেছে, মোল্লা মনসুর বিষপ্রয়োগে মোল্লা ওমরকে হত্যা করেছেন। মোল্লা মনসুরের তালেবানের শীর্ষপদে নিয়োগ নিয়ে সংগঠনটির মধ্যে তীব্র বিরোধ, এমনকি কোথাও কোথাও প্রাণঘাতী লড়াই শুরু হয়েছে বলে জানান তারা।
মোল্লা মনসুরের শীর্ষ পদে আরোহনের প্রতিবাদে তালেবানের কাতারের রাজনৈতিক অফিসের প্রধান সৈয়দ তৈয়ব সোমবার রাতে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
প্রতিক্ষণ / এডি / সজল