মোল্লা মাসুদকে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে
নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম
বাংলাদেশের অন্যতম শীর্ষ সন্ত্রাসী মোল্লা মাসুদকে ফিরিয়ে আনার প্রক্রিয়া সরকার শুরু করেছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক এ কে এম শহিদুল হক।
সোমবার দুপুরে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
এসময় তিনি বলেন, পলাতক সন্ত্রাসীরা বিদেশ থেকে অপরাধ সাম্রাজ্য নিয়ন্ত্রণ করছে।
উল্লেখ্য, গত ৮ই ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল রাজধানী ঢাকার শীর্ষ সন্ত্রাসী ও ইন্টারপোলের রেড নোটিশধারী পলাতক আসামি মোল্লা মাসুদকে গ্রেপ্তার করে। পরে তার বিরুদ্ধে ফরেনার্স এ্যাক্ট এর ১৪ ধারায় ব্যারাকপুর থানায় একটি মামলা দায়ের করা হয়।
রোববার সন্ধ্যায় নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ মিশন এবং বাংলাদেশ পুলিশ এ তথ্য জানায়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে মোল্লা মাসুদকে পশ্চিমবঙ্গের সিআইডি গ্রেপ্তার করেছে। তাকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।
মোল্লা মাসুদ বাংলাদেশে অন্তত ১০টি হত্যামামলার আসামি।বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া মোল্লা মাসুদের নামে ইন্টারপোলের ‘রেড নোটিস’ ছিল। ২০০১ সালে সরকার ২৩ জন শীর্ষসন্ত্রাসীকে ধরিয়ে দিতে সরকার পুরস্কার ঘোষণা করলে মোল্লা মাসুদ ভারতে পালিয়ে যান।
রাজধানীর মগবাজার এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়া মাসুদ মাদ্রাসায় পড়াশোনা করেছিলেন বলে ‘মোল্লা মাসুদ’ নামে পরিচিতি পান।
প্রতিক্ষণ /এডি/রাহাত