মোশতাকের সঙ্গে হাত মেলায়নি জাসদ – ইনু

প্রকাশঃ আগস্ট ২৬, ২০১৫ সময়ঃ ৩:৩৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৫৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

inuজাসদের কোনো নেতা খন্দকার মোশতাকের সঙ্গে হাত মেলায়নি। কারা মোশতাকের মন্ত্রিসভায় যোগ দিয়েছিল তা আপনারা জানেন। জাতীয় চার নেতা ছাড়া আ. লীগের অনেক নেতাই মোশতাকের মন্ত্রিসভায় যোগ দিয়েছিলেন বলে মন্তব্য করছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

বুধবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জাসদকে জড়িয়ে আওয়ামী লীগ ও বিএনপি নেতারা যে বিবৃতি দিয়েছেন তা ভিত্তিহীন দাবি করে মন্ত্রী বলেন, ‘বিএনপির নেতাদের সঙ্গে যারা একই সুরে জাসদের বিরুদ্ধে বিষোদাগার করছেন তাদের সঙ্গে বাকযুদ্ধে লিপ্ত হতে চাচ্ছি না।’

বঙ্গবন্ধু হত্যার ২৪ ঘণ্টার মধ্যে মোশতাক সরকারের বিরুদ্ধে জাসদ একটি প্রচারপত্র দিয়েছিল বলেও জানান তিনি।

তথ্যমন্ত্রী বলেন, ‘মোশতাক সরকারের ৮৩ দিনের শাসনামলে জাসদের অনেক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। ৭০ জনের মতো কর্মীকে মেরে ফেলা হয়।’

বঙ্গবন্ধু হতাকাণ্ডে জাসদকে জড়ানোর কোনো ভিত্তি নেই বলেও মন্তব্য করে ইনু বলেন, ‘বিএনপি জামায়াতের অপকর্ম আড়াল করতেই এখন জাসদের বিরুদ্ধে এমন বক্তব্য দেয়া হচ্ছে। ৭২ থেকে ৭৫ পর্যন্ত জাসদ রাজনৈতিক দল হিসেবে কি কর্মকাণ্ড করেছে তা পত্র-পত্রিকা ও টেলিভিশন-রেডিও তে প্রচারিত ও প্রকাশিত হয়েছে।’

জাসদের এ নেতা বলেন, ‘আওয়ামী লীগের কতিপয় নেতা ও বিএনপির নেতৃবৃন্দ হঠাৎ করেই জাসদের বিরুদ্ধে বিষোদগার শুরু করেছেন। জাসদকে নিয়ে ঘাটাঘাটি করছেন। কেন করছেন তা আমরা জানি না।’

প্রতিক্ষন/এডি/এনজে

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G