প্রতিক্ষণ ডেস্ক
এই সময়ের আলোচিত ও জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের নতুন টেলিফিল্ম ‘রেড অ্যালার্ট’। মাসুম শাহরিয়ারের রচনায় এটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। এখানে প্রধান চরিত্রে থাকছে মোশাররফ করিম এবং তার সহ অভেনেত্রি হিসাবে থাকবে মম।
গল্পে মোশাররফ একজন খারাপ মানুষ। মমকে ভালোবেসে বিয়ে করলেও রীতিমত তার উপর পাশবিক নির্যাতন চালায়। মম ভালো গান গাইতো। সুকণ্ঠী গায়িকা হিসেবে এলাকায় তার সুনাম ছিলো। কিন্তু স্বামীর অনিচ্ছার কারণে সবকিছুই গুটিয়ে ফেলতে হয়েছে তাকে।
একদিন স্থানীয় সংগঠন থেকে দুজন আসে তাদের বাসায়। এলাকায় একটা অনুষ্ঠান হবে। সেই অনুষ্ঠানে মমকে গান গাওয়ার অনুরোধ জানায় তারা। ফালতু অনুষ্ঠান ভেবে মমকে গান গাইতে বারণ করে দেয় মোশাররফ। কিন্তু যখন শুনতে পায় সেখানে একজন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেয়া হবে, তখনি সে রাজি হয়ে যায়।
মম গোপনে ওই মুক্তিযোদ্ধার বাসায় গিয়ে তাকে অনুরোধ করে অনুষ্ঠানে না যাওয়ার জন্য। কারণ, মোশাররফ তাকে মেরে ফেলবে। কিন্তু কেন? জানার জন্য দেখতে হবে টেলিফিল্ম ‘রেড অ্যালার্ট’।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টা ৫০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে নাটকটি।
প্রতিক্ষন/এডি/ইম