প্রতিক্ষণ ডেস্ক
‘আমি এতিম হতে চাই’ চলচ্চিত্র নিয়ে আবারও ফিরছেন মৌসুমী। তবে নায়িকা হিসাবে নয়। এটা দিয়ে পুনরায় প্রযোজকের আসনে বসে পড়ছেন মৌসুমী। চালু করছেন তার প্রযোজনা প্রতিষ্ঠান কপোতাক্ষ চলচ্চিত্র।
জানা যায় এই চলচ্চিত্রে ওমরসানি থাকবেন প্রধান চরিত্রে এবং তার সহশিল্পী হিসেবে ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনয় করবেন। ওমরসানি জানিয়েছেন, আগামী ২৯ অক্টোবর ছবিটির মহরত হবে।
তবে ‘আমি এতিম হতে চাই’ চলচ্চিত্রটি কে পরিচালনা করবেন, সেটি এখনও চূড়ান্ত হয়নি। প্রাথমিকভাবে কথা চলছে যে ওয়াজেদ আলী সুমন চলচ্চিত্রটি নির্মাণ করবেন। তবে তিনি এখনও চুক্তি বদ্ধ হননি। ওমরসানি বলছেন, ‘অনেক কিছুই এখনও চূড়ান্ত নয়। তবে এটা সত্যি যে, ছবিটি হচ্ছে।’
১৯৯৭ সালে ‘গরীবের রানী’ চলচ্চিত্র দিয়ে প্রযোজনা প্রতিষ্ঠান কপোতাক্ষের যাত্রা শুরু করে ছিলেন মৌসুমী। তার প্রযোজিত শেষ ছবি ছিলো ‘মেঘের পরে মেঘ’।
প্রতিক্ষণ/এডি/ইম