ম্যাডভাইজার বাঁচাবে মোবাইল খরচ
ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:
বর্তমান যুগে মানুষের সবচেয়ে বড় সঙ্গী মোবাইল ফোন। এ যুগে মোবাইল ফোন ব্যবহার করে না এমন লোক খুঁজে পাওয়া কষ্টকর। এক গবেষণায় দেখা গেছে, বাংলাদেশে বর্তমানে পাঁচটি মোবাইল ফোন অপারেটরের প্রায় ২৫০টি মোবাইল প্ল্যান আছে।ফলে মোবাইল ফোন ব্যবহারকারীরা প্রায়ই নিজেদের সেরা প্ল্যানটি বাদ দিয়ে বেছে নেন অন্য কোন প্ল্যান।এতে ব্যবহারকারীদের মোবাইলের খরচ বেড়ে যায়।
এবার ম্যাডভাইজার মোবাইল অ্যাপ্লিকেশন কমাবে মোবাইল বিলের খরচ। এই মোবাইল অ্যাপ্লিকেশনটি মোবাইল ব্যবহারকারীদের কথা বলার ধরন বিবেচনায় এনে আপনার জন্য সবচেয়ে উপযুক্ত ১০টি প্যাকেজ (ভয়েস, ইন্টারনেট/ডাটা, ক্যাম্পেইন) আপনার সামনে তুলে ধরে, আপনি কত টাকা পর্যন্ত বাঁচাতে পারবেন তা-ও আপনাকে জানাবে।
এ ছাড়া এফএনএফ হিসেবে কোন কোন নম্বর যোগ করতে হবে, তাও আপনাকে বলে দেবে। সুযোগ থাকলে খুব সহজেই আপনি ম্যাডভাইজার অ্যাপের পছন্দের প্যাকেজ ও এফএনএফ নম্বরগুলো পরিবর্তন করে নিতে পারবেন।
হিউমেক ল্যাব তৈরি করেছে ম্যাডভাইজার অ্যাপটি। ভয়েস প্যাকেজ রিকমেন্ডেশন, ডাটা/ইন্টারনেট প্যাকেজ রিকমেন্ডেশন, বান্ডল প্যাকেজ রিকমেন্ডেশন, ক্যাম্পেইন রিকমেন্ডেশন, এফএনএফ রিকমেন্ডেশন এবং মোবাইল রিচার্জ হলো অ্যাপটির প্রধান বৈশিষ্ট্য।
ইচ্ছা করলেই খুব সহজে আপনি গুগল প্লেস্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন অ্যাপটি।
প্রতিক্ষণ/এডি/জুয়েল