ম্যানচেস্টার হামলার দায় স্বীকার আইএসের

প্রকাশঃ মে ২৩, ২০১৭ সময়ঃ ৭:২৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:২৬ অপরাহ্ণ

যুক্তরাজ্যের ম্যানচেস্টার অ্যারেনায় কনসার্টে বিস্ফোরণ ঘটিয়ে ২২ জনকে হত্যার দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যের জঙ্গি দল ইসলামিক স্টেট (আইএস)।

আজ মঙ্গলবার টেলিগ্রামে ইসলামিক স্টেটের দায় স্বীকারের বার্তা আসে বলে রয়টার্সের খবরে বলা হয়।

ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স বলছে, ম্যানচেষ্টা অ্যারেনায় প্রাণঘাতী হামলার দায় স্বীকার করেছে আইএস। টেলিগ্রামে পোস্ট করা এই জঙ্গিগোষ্ঠীর এক বিবৃতিতে বলা হয়েছে, কনসার্টস্থলে বিস্ফোরক ডিভাইস ব্যবহার করে হামলা চালানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, খেলাফতের সৈন্যদের একজন ম্যানচেস্টার শহরে ক্রুসেডারদের সমাবেশে একটি বিস্ফোরক ডিভাইস স্থাপন করতে সক্ষম হয়েছিল।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, সোমবার রাতে ম্যানচেষ্টার অ্যারেনায় মার্কিন সংগীত শিল্পী অ্যারিনা গ্রাডের কনসার্টের শেষের দিকে আত্মঘাতী বোমা বিস্ফোরণে ২২ জন নিহত ও ৫৯ জন আহত হয়েছে।

ইউরোপের সবচেয়ে বড় ইনডোর স্টেডিয়াম ম্যানচেস্টার অ্যারেনা কনসার্ট ভেন্যু হিসেবেও জনপ্রিয়। একসঙ্গে প্রায় ২১ হাজার দর্শকের বসার ব্যবস্থা রয়েছে সেখানে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে এই হামলাকে ‘ভয়ঙ্কর, হতাশাজনক’ সন্ত্রাসী কাজ বলে মন্তব্য করেছেন।

প্রতিক্ষণ/এডি/সাই

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G