ময়ূরপঙ্খিরা আজও ভিড় করে
প্রতিক্ষণ ডেস্ক
উত্তর জার্মানির উপকূলে অবস্থিত রস্টক শহরে প্রতিবছর পালতোলা জাহাজদের মেলা বসে – জার্মানে যে রেগাটার নাম হানজে সেইল রস্টক৷ প্রতিক্ষণের পাঠকদের জন্য আজ থাকছে ময়ূরপঙ্খিদের মেলার কিছু ছবি।
বালটিক সাগরের ভার্নেম্যুন্ডে সৈকতাবাসের সামনে পালতোলা জাহাজের বহর৷
‘গর্শ ফক’ জাহাজটি হলো জার্মান নৌবাহিনীর প্রশিক্ষণ জাহাজ৷
নেদারল্যান্ডস-এর তিন মাস্তুলের ক্লিপার জাহাজ ‘স্টাড আমস্টারডাম’ বন্দর ছেড়ে বেরনোর মুখে৷
অনেক জাহাজের মিউজিয়ামে যাওয়ার দিন এসে গেছে…
জার্মানির গর্শ ফক-এর মতো রুশ নৌবাহিনীর প্রশিক্ষণ জাহাজ হলো ‘ক্রুজেনস্ট্যার্ন’৷ জাহাজটি ১৯২৬ সালে জার্মানির ব্রেমারহাফেন-এ তৈরি হয়৷ তখন তার নাম ছিল ‘পাদুয়া’৷
‘গ্রাইফ’ নামধারী পালতোলা জাহাজটি এসেছে মেকলেনবুর্গ-ফোরপমার্ন রাজ্য থেকে৷
‘ব্রিগ’ হলো একটি দুই মাস্তুলের ‘স্কোয়ার-রিগড’ পালতোলা জাহাজ৷ এককালে এগুলো তাদের দ্রুতগতির জন্য খ্যাত ছিল৷ ‘‘আই অফ দ্য উইন্ড’’ ব্রিটিশ ব্রিগটি চলেছে রস্টকের ভার্নোভ নদী বেয়ে৷
পালতোলা জাহাজে বালটিক সাগরে চক্কর দিতে কা-র না ভালো লাগে!
প্রতিক্ষণ/এডি/এনজে