যমুনা রিসোর্টের ফের শুনানি ১৭ মে
নিজস্ব প্রতিবেদক
যমুনা রিসোর্ট লিমিটেডের (জেআরএল) সঙ্গে সেতু কর্তৃপক্ষের চুক্তি বাতিল নোটিশের ওপর শুনানি ১৭ মে পর্যন্ত মুলতবি করেছেন আপিল বিভাগ।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন। একইসঙ্গে নোটিশের স্থগিতাদেশের ওপর চেম্বার বিচারপতির দেওয়া স্থিতাবস্থাও ১৭ মে পর্যন্ত অব্যাহত থাকবে।
আদালতে যমুনা রিসোর্টের পক্ষে ছিলেন ব্যারিস্টার রফিক-উল হক। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড়ে টাঙ্গাইলের ভূঞাপুর ও কালিহাতী উপজেলার প্রায় এক হাজার ২০০ একর জমির ওপর আন্তর্জাতিক মানের অবকাশ যাপন কেন্দ্র গড়ে তোলার জন্য ১৯৯৯ সালের ২১ নভেম্বর বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কাছ থেকে ৩০ বছর মেয়াদী জমি ও স্থাপনার লিজ নেয় যমুনা রিসোর্ট লিমিটেড।
চুক্তি অনুযায়ী সেতু কর্তৃপক্ষকে ভাড়া বাবদ প্রতি মাসে যে পরিমাণ টাকা দেওয়ার কথা ছিল, তা পরিশোধ না করায় বকেয়া পড়ে। বকেয়া টাকা পরিশোধের জন্য বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ও যমুনা রিসোর্ট লিমিটেডের মধ্যে একাধিকবার বৈঠক হলেও কোনো সমাধান হয়নি।
২৩ এপ্রিল বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড়ে গড়ে তোলা অবকাশ যাপন কেন্দ্রের বিষয়ে সম্পাদিত চুক্তি বাতিল সংক্রান্ত নোটিশের কার্যকারিতা ৩ মাসের জন্য স্থগিত করে আদেশ দেন হাইকোর্ট।
এরপর হাইকোর্টের স্থগিতাদেশ স্থগিত চেয়ে চেম্বার জজ আদালতে আবেদন জানান রাষ্ট্রপক্ষ। রোববার (২৬ এপ্রিল) শুনানি শেষে বিষয়টিতে স্থিতাবস্থা জারি করে পূর্ণাঙ্গ বেঞ্চে আপিল পাঠিয়ে দেন চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
এ বিষয়ে বৃহস্পতিবার আপিল বিভাগে শুনানির পর ১৭ মে পর্যন্ত মুলতবি করা হয়।
প্রতিক্ষণ/এডি/নুর