যশোরে বন্দুকযু্দ্ধে নিহত এক
জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম
ডাকাতির প্রস্তুতিকালে যশোরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার মধ্যরাতে সদর উপজেলার পাঁচবাড়িয়া এলাকার সিনজেনটা ওষুধ কোম্পানির অফিসের সামনে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে ৪টি বোমা, অবিস্ফোরিত বোমার আলামত, দেশীয় বিভিন্ন অস্ত্র উদ্ধার করেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন যশোর কোতোয়ালি থানার এসআই বিধান। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মুঠোফোনে যোগাযোগ করা হলে ফোন রিসিভ করেন ডিউিট অফিসার আমিনুর রহমান। ডিউটি অফিসার এসআই বিধান জানান, রাত ২টার পরে যশোর-মাগুরা মহাসড়কের যশোরের পাঁচবাড়িয়া এলাকায় এক দলডাকাত রাস্তার গাছ কেটে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গেলে ডাকাতরা বুঝতে পারে। এসময় তারা বোমা বিস্ফোরণ ও গুলি ছোড়ে। প্রায় ১৫মিনিটি ধরে চলে এ ঘটনা। আত্মরক্ষায় পুলিশও পাল্টা গুলি ছোড়ে। পরে পুলিশ সেখানে এক ব্যক্তির অজ্ঞাত লাশ পড়ে থাকতে দেখে। এসময় পুলিশ লাশ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। এসআই বিধান আরও জানান, পুলিশ ঘটনাস্থল থেকে চারটি অবিস্ফোরিত হাতবোমা, বিস্ফোরিত বোমার আলামত, রামদা, ২টি শাবল, ১টি কুড়ালসহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি বেলা ১১টার দিকে একই স্থানে যশোর সদর উপজেলার ইছালী ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেনকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনার ২১ দিন পরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মারা যান অজ্ঞাত একব্যক্তি।
প্রতিক্ষণ/এডি/রেজা