যাত্রী বহনে আসছে প্যাসেঞ্জার ড্রোন
প্রতিক্ষণ ডেস্ক:
ড্রোনে করে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানো, এতো দিন শুধু মানুষের কল্পনা কিংবা সায়েন্স ফিকশন মুভিতে সীমাবদ্ধ থাকলেও এবার তা রূপ নিচ্ছে বাস্তবে। প্রযুক্তিবিদদের আরেক ধাপ সাফল্য হিসেবে, আগামী জুলাই-আগস্টের দিকে দুবাইয়ের আকাশে উড়তে যাচ্ছে প্যাসেঞ্জার ড্রোন ই হ্যাং ১৮৪। ইতিমধ্যেই দেশটির এভিয়েশন অথোরিটির পক্ষ থেকে ড্রোনটি আকাশে উড্ডয়নের অনুমতি মিলেছে।
চীনের তৈরি এক প্যাসেঞ্জার বিশিষ্ট ই হ্যাং ১৮৪ ড্রোনের ওজন ৫০০ পাউন্ড আর এটি ২২০ পাউন্ড পর্যন্ত ওজন বহন করতে পারবে। এতে রয়েছে একটি যাত্রী কামরা, একটি স্যুটকেস বা ব্যাগ রাখার জন্যে ছোট আরো একটি কক্ষ। ১৮৪ ঘণ্টায় ১০০ মাইল বেগে উড়তে সক্ষম যাত্রীবাহী এই ড্রোনটি একবার চার্জে যেতে পারবে ৩১ মাইল।
দুবাই ট্যাক্সি সার্ভিস অথোরিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ফোরজি মোবাইল ইন্টারনেটের মাধ্যমে পরিচালিত প্যাসেঞ্জার ড্রোন ই হ্যাং ১৮৪ একটি নির্দিষ্ট স্থান থেকে ছেড়ে যাবে আর এটি পরিচালনার জন্য থাকবে ‘রিমোট কমান্ড সেন্টার’।
উল্লেখ্য, এ বছরের শেষের দিকে আসছে এয়ারবাস নামের আরো একটি প্যাসেঞ্জার ড্রোন। এ নিয়ে আরোও কাজ করে যাচ্ছে ট্রান্সপোর্ট সেবা প্রতিষ্ঠান ‘উবার’ এবং নাসা ও গুগলের সাবেক কিছু ইঞ্জিনিয়ারের একটি টিম ।