যানজটে উড়বে গাড়ি !
প্রতিক্ষণ ডেস্ক :
খুব তাড়া, অল্প সময়ের মধ্যে পৌছাঁতে হবে গন্তব্যে? তাহলে তো নিজস্ব গাড়ী ছাড়া বিকল্প নেই। যাই হোক সাধের গাড়িটি নিয়েই হয়তো বের হলেন। কিছুদূর যাওয়ার পর তীব্র যানজট। এরপর যে থামলেন, আর এক পাও নড়াচড়া করার উপায় নেই। তখন কেমন লাগতে পারে?
যদি এমন হয়, যানজটের মুহূর্তে আপনার গাড়িটি উড়তে শুরু করে দিয়েছে, তাহলে কেমন লাগবে ? হ্যাঁ, এটি আর স্বপ্ন নয়। শিঘ্রই আপনার সেই স্বপ্নই পূরণ হতে যাচ্ছে।অন্তত তেমনই আশ্বাস দিলেন স্টেফান ক্লেন।
পেশায় ইঞ্জিনিয়ার এবং ডিজাইনার স্টেফানের বড় ভাই এবং বাবা দু’জনেই দক্ষ বিমানচালক ছিলেন । অবশ্য বিশ্বের নামীদামি গাড়ি নির্মাণ সংস্থার মডেল বানানোকেই পেশা হিসেবে নিয়েছিলেন স্লোভাকিয়ার এই বাসিন্দা। কিন্তু পাশাপাশি চলেছে উড়ন্ত-গাড়ির গবেষণাও। অবশেষে তা সফল হয়েছে বলে দাবি স্টেফানের।
আপাতদৃষ্টিতে আর পাঁচটা গাড়ির থেকে তার তৈরি ছ’মিটারের গাড়িটির ফারাক বোঝা অসম্ভব। তবে বিমানবন্দরের কাছে এলেই স্বমূর্তি ধারণ করে এটি। কয়েক সেকেন্ডের মধ্যেই ডানা মেলে বিমানের রূপ নেবে। উড়বে আকাশে।
স্টেফানের দাবি, আকাশে ওড়ার সময় প্রতি ঘণ্টায় ২০০ কিলোমিটার সর্বোচ্চ গতিবেগ হতে পারে এ গাড়িটির। একবারে উড়তে পারে ৭০০ কিলোমিটার। কল্পবিজ্ঞানের এমন উড়াল-গাড়ির প্রথম পরীক্ষামূলক ওড়ানো হয়েছিল গেলো বছরের সেপ্টেম্বরে। এবার জনসাধারণের জন্য তৈরি করা হবে সেই উড়ন্ত গাড়ি । তবে এমন গাড়ি এই প্রথম নয়। চলতি বছরেই দু’টি মার্কিন এবং ওলন্দাজ সংস্থা এই ধরনের উড়ন্ত গাড়ি বাজারে আনবে বলে খবর রয়েছে।
স্লোভাক ইউনিভার্সিটি অব টেকনোলজির অধ্যাপক জ্যান লেসিনস্কি এর মতে, “যখনই মানুষ হিসেব কষবেন যে, এই ধরনের গাড়ি ঠিক কতটা জ্বালানি খরচ করবে, তখনই এর জনপ্রিয়তা কমবে।”
স্টেফানের দেয়া তথ্য মতে, আকাশে ওড়ার সময় প্রতি ঘণ্টায় ১৫ লিটার পেট্রোল পোড়াবে এই গাড়ি। তবে এর চালকদের গাড়ি চালানো এবং অন্তত ২৫ ঘণ্টা বিমান ওড়ানোর অভিজ্ঞতা থাকতে হবে।
প্রতিক্ষণ/এডি/নুর
প্রতিক্ষণ/এডি/নুর