যারা সাংবাদিকতা পেশায় আসতে চান (ভিডিওসহ)
প্রতিক্ষণ ডেস্ক :
সাংবাদিকতা, অনেকের কাছে এক আরাধ্য পেশা। আবার অনেকের কাছে বিশাল এক চ্যালেঞ্জের নাম। প্রতিদিন নতুন নতুন অভিজ্ঞতার মুখোমুখি হতে হয় একজন সাংবাদিককে। কারো কাছে তা সুখকর; আবার অনেকের কাছে মোটেও তা নয়। এজন্য সাংবাদিকতা করার স্বপ্ন বুকে ধারণ করেও বাস্তবে কঠিন এ চ্যালেঞ্জের কাছে প্রতিনিয়ত হার মানছেন অনেকে।
বিশেষ করে সাংবাদিকতায় পড়ালেখা করেও যখন একজন ছাত্রকে অন্য কোনো পেশায় চলে যেতে হয় তখন এর চেয়ে দু:খজনক এর কি-ই বা হতে পারে।
মূলত যারা সাংবাদিকতা পেশায় আসতে চান তারা কোন কোন বিষয়গুলো খেয়াল রেখে ছাত্রজীবনেই নিজেকে এ পেশার জন্য প্রস্তুত করে তুলবেন তা নিয়েই আমাদের প্রতিক্ষণ টিভিতে আলোচনা করেছেন প্রতিক্ষণের সম্পাদক এবং সাংবাদিকতা বিভাগের সাবেক ছাত্র রাকিব হাসান।
এ বিষয়ে তাঁর কাছে জানতে চাইলে তিনি বলেন, ’অনলাইন, প্রিন্ট মিডিয়া, রেডিও এবং টেলিভশনে প্রায় ১২ বছরে কাজের ক্ষুদ্র অভিজ্ঞতায় দেখেছি; অনেকেই মনে করেন ‘সাংবাদিকতা মানেই – এলাম, দেখলাম, জয় করলাম’। কিন্তু বাস্তব চিত্রটি ঠিক তার উল্টো। আর এই বাস্তবতা না জেনেই, অনার্স বা মাস্টার্স শেষ করে কোনো পূর্ব প্রস্তুতি ছাড়া অনেকেই চলে আসেন সাংবাদিকতা পেশায়। এরপর এখানে এসেই পড়েন নানা বিড়ম্বনায়। এমনকি সাংবাদিকতা বিভাগ থেকে পাশ করে এসেও অনেকেই মুখোমুখি হচ্ছেন নানা চ্যালেঞ্জের। কীভাবে এসব চ্যালেঞ্জ গ্রহণ করবেন? নতুন যারা সাংবাদিকতায় আসতে চান তাদের জন্যই আমার এ প্রচেষ্টা’।
ভিডিওতে বিস্তারিত দেখুন—-
https://www.youtube.com/watch?v=EJdm6NoQnQo