যুক্তরাষ্ট্রের ক্লিনিকে বন্দুকধারীর হামলা
আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রের কলোরাডোয় একটি জন্মনিয়ন্ত্রণ ক্লিনিকে গুলি চালিয়ে পুলিশসহ তিনজনকে হত্যা করেছে এক বন্দুকধারী। এ ঘটনায় আহত হয়েছে আরো ৯ জন। বন্দুকধারী ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ । স্থানীয় সময় শুক্রবার রাতে এ হামলার ঘটনা ঘটে। খবর বিবিসির।
কলোরাডো স্প্রিংস শহরের মেয়র জন সুথারস জানান, নিহতদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তা ও দুইজন বেসামরিক নাগরিক। এ ছাড়া আহত ৯ জনের মধ্যে পাঁচজনই পুলিশ কর্মকর্তা।
গোলাগুলির পর আক্রমণকারী ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ক্লিনিকটিতে কয়েক ঘণ্টা গুলি বিনিময়ের পর পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ ঘটনার পর ক্লিনিক সংলগ্ন রাস্তাগুলো বন্ধ করে দেয়া হয়।
ঠিক কী কারণে এ হামলা চালানো হয়েছে তা জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জন্মনিয়ন্ত্রণের বিরোধিতা থেকে এ হামলার ঘটনা ঘটে থাকতে পারে।
প্রতিক্ষণ/এডি/এনজে