‘প্রথম নারী প্রেসিডেন্ট’ হতে চান হিলারি
আন্তর্জাতিক ডেস্ক
সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও ফার্স্ট লেডি হিলারি ক্লিনটন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন।
আজ সোমবার বিবিসি অনলাইনের খবরে বলা হয়েছে, ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তিনি ডেমোক্রেটিক পার্টি থেকে মনোনয়ন পাওয়ার জন্য প্রাথমিক লড়াইয়ে নামছেন।
যুক্তরাষ্ট্রের ইতিহাসে কোনো নারী প্রেসিডেন্ট নেই। দেশটির প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের স্ত্রী (ফার্স্ট লেডি) হিলারি ঘোষণা দিয়েছেন, প্রথম নারী প্রেসিডেন্ট হয়ে ইতিহাস গড়তে চান তিনি। বিষয়টি হিলারির নির্বাচনী প্রচারে গুরুত্ব দেওয়া হচ্ছে ।
প্রতিক্ষণ/এডি/এআই