যুক্তরাষ্ট্রের রেস্তোরাঁয় বন্দুক হামলায় নিহত ৩

প্রকাশঃ এপ্রিল ১৫, ২০১৭ সময়ঃ ৯:১৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:১৬ অপরাহ্ণ

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের টুকসনের একটি জনাকীর্ণ রেস্তোরাঁয় বন্দুক হামলায় নিহত হয়েছেন কমপক্ষে তিনজন।

স্থানীয় সময় শুক্রবার রাতে তিন ব্যক্তি ঝগড়াঝাটিতে লিপ্ত হয় এবং এক পর্যায়ে তারা পরস্পরের ওপর গুলি চালায়। নিহতরা পরস্পরকে চিনতো বলে জানিয়েছে সিএনএন অনলাইন।

ঐ এলাকার এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন, টুকসনে লা এনক্যানটাডা মলের ফায়ারবার্ডস উড ফায়ার্ড গ্রিল রেস্তোরাঁয় বন্দুক হামলার এ ঘটনা ঘটে। তিনি আরও জানান, এ ঘটনায় এক নারীর পায়ে গুলি লেগেছে এবং স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

কয়েকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, হামলার পর সেখানে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। আতঙ্কিত মানুষ টেবিলের নিচে লুকিয়ে পড়ে। এরপর ওয়েটাররা তাদেরকে পেছনের দরজা দিয়ে নিরাপদে বের করে নিয়ে যায়।

স্থানীয় কর্তৃপক্ষ নিশ্চিত হয়েছে, বিবাদে লিপ্ত হয়ে নিহত তিনজন পরস্পরকে চিনতো। তবে তাদের মধ্যে কী ধরনের সম্পর্ক, তা উদঘাটন করা সম্ভব হয়নি এখনো। তা ছাড়া বিবাদ থেকে কেনইবা গুলি চালানোর মতো ঘটনা ঘটলো, তাও নিশ্চিত হতে পারেনি কর্তৃপক্ষ।

প্রতিক্ষণ/এডি/সাই

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G