যুক্তরাষ্ট্রে গুলিতে নিহত ১৪

প্রকাশঃ ডিসেম্বর ৩, ২০১৫ সময়ঃ ৯:২৩ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:২৩ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

kali-policeযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে বন্দুকধারীদের গুলিতে ১৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে  ১৫ জন।

বুধবার স্থানীয় সময় সকাল ১১টার দিকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার সান বার্নারডিনো শহরের একটি সরকারি সংস্থার কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে। ঐ ভবনে আটকা পড়েছেন অনেকে।
খবরঃ সিএনএন, বিবিসি।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এক বা একাধিক বন্দুকধারী এ হামলা চালিয়েছে। হামলাকারীদের ধরতে অভিযান শুরু করেছে পুলিশ।

সান বার্নারডিনোর পুলিশ প্রধান জেরড বুরগুয়ান সাংবাদিকদের জানান, সন্দেহভাজন বন্দুকধারীরা এখনো সক্রিয় থাকায় স্থানীয় সব স্কুল, সরকারি ভবন ও হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে। বন্দুকধারীদের ধরতে অভিযান অব্যাহত আছে। বন্দুকধারীদের হামলার পেছনে কোনো কারণ জানা যায়নি। তিনজন বন্দুকধারী ওই হামলায় অংশ নিয়ে থাকতে পারে এবং তারা ভারী অস্ত্রে সজ্জিত ছিলেন।

 

প্রতিক্ষণ/এডি/জেডএমনলি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G