যুক্তরাষ্ট্রে ফোনে আঁড়িপাতা বন্ধ

প্রকাশঃ জুন ১, ২০১৫ সময়ঃ ৩:১২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:০৫ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:

যুক্ররাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষ সিনেটফোনে আড়িপাতা সংক্রান্ত বর্তমান আইনের মেয়াদ বাড়াতে একমত হতে পারেনি যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষ সিনেট।

ওই আইন অনুযায়ী ফোনে আঁড়িপাতা বৈধ ছিলো। আইনটির মেয়াদ যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মধ্যরাতে শেষ হয়েছে।

ফোনালাপে নজরদারির প্রক্রিয়া দীর্ঘায়িত করার আইন পাসে রোববার (১ জুন) মার্কিন সংসদের উচ্চকক্ষ সিনেটে ভোটাভুটি হয়। কিন্তু তুমুল বিতর্কের পর সিনেটররা এ আইন পাসে ব্যর্থ হন। ‘প্যাট্রিয়ট অ্যাক্ট’ বিষয়ে সিনেটের মতানৈক্যকে ‘দায়িত্বহীন অক্ষমতা’ উল্লেখ করে এর সমালোচনা করেছে হোয়াইট হাউস।

জাতীয় নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ এমন একটি ব্যাপারে সিনেটরদের অবশ্যই দলীয় স্বার্থ পেছনে ফেলে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে বলে হোয়াইট হাউস থেকে এক বিবৃতিতে বলা হয়েছে।

দু’বছর আগে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো জনগণের ফোনালাপসহ এ ধরণের কার্যক্রমে নজরদারির বিষয়ে তথ্য ফাঁস করেন জাতীয় নিরাপত্তা সংস্থা এনএসএ’র কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেন।

নজরদারির বিষয়টি ফাঁস হওয়ার পর জানা যায়, এ বিষয়ে গোয়েন্দা সংস্থাগুলোকে কোনো আইনি বাঁধায় পড়তে হচ্ছে না।

তবে, রোববারের ভোটে আইনটি পাস না হওয়ায় সন্ত্রাসীদের কর্মকান্ডে গোয়েন্দা নজর রাখার প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে বলে দাবি করছে মার্কিন প্রশাসন।

সূত্র: বিবিসি

প্রতিক্ষণ/এডি/জহির

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G