যুদ্ধাপরাধীদের প্রধানমন্ত্রী করেছিলো খালেদা

প্রকাশঃ মার্চ ১৮, ২০১৫ সময়ঃ ৬:১৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:১৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

download (2)প্রধানমন্ত্রী শেখ হাসিন বলেছেন, স্বাধীনতার পর সংবিধানে বঙ্গবন্ধু প্রদত্ত চার নীতি পরিবর্তন করে বিএনপি যুদ্ধাপরাধীদের প্রধানমন্ত্রী পর্যন্ত বানিয়েছিলো। বিএনপি নেত্রী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের এমন ক্ষতি করেছেন যা সহজে পুরাবার নয়।

১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বুধবার (১৮ মার্চ) বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা জানান।

তিনি বলেন, স্বাধীনতার পর বঙ্গবন্ধু যে সংববিধান আমাদের দিয়েছিলেন, তার চার নীতি পরিবর্তন করা হয়েছে। যুদ্ধাপরাধীদের রাজনীতি সংবিধানে নিষিদ্ধ ছিলো। সেই যুদ্ধাপরাধীদের কারাগার থেকে মুক্তি দিয়ে ক্ষমতায় বসিয়েছিলো বিএনপি। প্রধানমন্ত্রী পর্যন্ত বানানো হয়েছিলো তাদের।

শেখ হাসিনা বলেন, যখন এ স্বাধীন বাংলাদেশে নিরীহ খেটে খাওয়া মানুষের উপর অমানবিক অত্যাচার করা হচ্ছে, গর্ভবতী নারীদেরও রেহাই দেওয়া হচ্ছে না, ’৭১ সালে মানবতাবিরোধী যারা দেশের মানুষকে হত্যা, ধর্ষণ করেছে তাদের বিচার হচ্ছে, ঠিক সেই সময় মানবাধিকার লংঘনকারীদের সঙ্গে নিয়ে একটি দল, যে দল ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার পর অবৈধভাবে ক্ষমতা দখল করেছিলো তারা এখন অযৌক্তিক আন্দোলন করছে। ঠিক এই মুহূর্তে আমরা জাতির পিতার জন্মদিন পালন করছি।

প্রধানমন্ত্রী বলেন, ১৯৭৫ সালে জাতির পিতার হত্যার পর খুনিদের বিচার হয়নি। এই খুনিদের বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়ে পুরস্ক‍ৃত করা হয়েছে।

প্রতিক্ষণ/এডি/রানা

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G