যুদ্ধাপরাধ বিচারে যুক্তরাষ্ট্রের সমর্থন

প্রকাশঃ এপ্রিল ১২, ২০১৫ সময়ঃ ৪:৫৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৪৩ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

US১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যারা নৃশংসতার সঙ্গে জড়িত ছিলেন তাদেরকে বিচারের আওতায় আনাকে সমর্থন করেছে যুক্তরাষ্ট্র।

তবে এ জন্য আন্তর্জাতিক নিয়মকানুনের পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিটি) প্রক্রিয়া সুষ্ঠু ও স্বচ্ছ হওয়া উচিত বলে মনে করে দেশটির পররাষ্ট্র দফতর।

শনিবার যখন মানবতাবিরোধী অপরাধের দায়ে ঢাকায় জামায়াত নেতা কামারুজ্জামানের ফাঁসি কার্যকরের প্রস্তুতি চলছে, ঠিক তখনই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ের পর এক প্রেস বিবৃতির মাধ্যমে এ কথা জানানো হয়।

মার্কিন পররাষ্ট্র দফতরের ভারপ্রাপ্ত মুখপাত্র ম্যারি হার্ফ স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয়, যেসব দেশে মৃত্যুদণ্ড বহাল রয়েছে সেখানে তা কার্যকর করার আগে স্বচ্ছ বিচারের নিশ্চয়তার ব্যাপারে আরো বেশি সতর্ক হতে হবে।

প্রতিক্ষণ/এডি/এআই

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G