যুদ্ধাপরাধ মামলার আসামীর ঢামেকে মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
যুদ্ধাপরাধ মামলার আসামী নেত্রকোনার আহম্মদ আলী (৭০) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।বুধবার দিনগত রাত সোয়া ১২টার দিকে তিনি মারা যান বলে নিশ্চিত করেছেন ঢামেকে কর্তব্যরত কারারক্ষী জাকারিয়া।
জাকারিয়া জানান, ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়লে রাত সোয়া ৯টার দিকে তাকে ঢামেকের নতুন ভবনের ৭০১ ওয়ার্ডে ভর্তি করা হয়। এরপর রাত সোয়া ১২টায় তিনি মারা যান। এর আগে ১০ সেপ্টেম্বর আহম্মদ আলীকে ঢামেকে ভর্তি করা হয়। ২১ সেপ্টেম্বর তাকে আবার কারা হেফাজতে নেওয়া হয়।
মুক্তিযুদ্ধের সময় তিনি নেত্রকোনায় বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন বলেও জানান জাকারিয়া।
প্রতিক্ষণ/এডি/এসএবি