যুবরাজের দাম ৯.২৫ কোটি রুপি

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৭, ২০১৭ সময়ঃ ৫:৫৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:০৪ অপরাহ্ণ

যুবরাজনামও যেমন, মেজাজেও তেমন। খাওয়াদাওয়াও তাক লাগানো। দিনে ২০ লিটার দুধ, ১০ কেজি ফল, ৫ কেজি খড় থাকে তার ডায়েট চার্টে। মহিষ হলেও রীতিমতো সুপারস্টারই বলা যায় ‘যুবরাজ’কে। এবার যুবরাজের দাম উঠল সর্বোচ্চ ৯.২৫ কোটি রুপি।

ভারতের উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশ সীমান্তে চিত্রকূট এলাকায় হচ্ছে গ্রামোদয় মেলা। সেখানেই এখন আপাতত আছে যুবরাজ। আর এই মেলায় তার দাম উঠেছে ৯ কোটি রুপিরও বেশি।

যুবরাজ এই যে প্রথম খবরের শিরোনামে উঠে এসেছে তা নয়। এর আগেও তার দামের জন্য সে নজর কেড়েছে। কখনও বা তার খাবারের কথা শুনে বিস্মিত হয়েছেন অনেকে।

সুপারস্টার যুবরাজ কিন্তু রয়েছে বহাল তবিয়তে। থাকার কারণও অবশ্য আছে। কেননা বিরল প্রজাতির এই মহিষের শুক্রাণু থেকে জন্ম দেওয়া হয় অন্যান্য মহিষের। ১০-১৪ মিলি শুক্রাণুকে লঘু করে তৈরি হয় ৭০০ থেকে ৯০০ ডোজ। প্রতিটি ডোজ বিক্রি করে আলাদা উপার্জন হয় মালিকের। সেই কারণেই তার এত দাম।

যদিও যুবরাজের মালিক করমবীর সিংয়ের কাছে সে আসলে ঘরের লোক। আর তাই যত দামই উঠুক না কেন তাকে বিক্রি করতে নারাজ তিনি।

আসলে যুবরাজের পিছনে তিনি যেমন খরচ করেন, তেমন তাকে দিয়ে আয়ও কম করেন না। দিনে প্রায় ৩-৪ হাজার রুপি খরচ হয় তার। উল্টো বছরে উপার্জন প্রায় ৫০ লক্ষ রুপি।

তবে যুবরাজের স্বাস্থ্যের প্রতি কোনরকম অবহেলা করেন না তিনি। মালিকের সেবাতেই চড়চড়িয়ে দাম উঠছে যুবরাজের। ভবিষ্যতে সে পুরো বিশ্বের নজর কাড়বে, এমনটাই আশা করছেন করমবীর।


যুবরাজকে নিয়ে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন


খোদ নরেন্দ্র মোদী দেখে গেলেন যুবরাজকে

প্রতিক্ষণ/এডি/নাজমুল

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G