যুবলীগ নেতাসহ ৫ অপহরনকারী গ্রেফতার
গণপূর্ত বিভাগের এক কর্মচারীকে অপহরণ করে চাঁদা দাবির ঘটনায় জড়িত যুবলীগ নেতাসহ ৫ জনকে গ্রেপ্তার এবং অপহৃত কর্মচারীকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে শহরের মালগ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
বুধবার দুপুরে বগুড়ার পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তারকৃত যুবলীগনেতা সোহেল মালগ্রাম আঞ্চলিক কমিটির সাবেক সাধারণ সম্পাদক।
গ্রেপ্তারকৃত অন্যরা হলো-রকি (২৬), মোমিন (২৭) জুয়েল (৩২) এবং জুয়েলের বোন সুইটি (৩৫)। গ্রেপ্তারকৃতরা সবাই যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
পুলিশ জানায়, একটি অপহরণকারী চক্র মঙ্গলবার সন্ধ্যায় বগুড়া গণপূর্ত বিভাগের কার্য সহকারী আব্দুল মান্নানকে কৌশলে শহরের মালগ্রামে ডেকে নেয়। এরপর তার মোবাইল নম্বর থেকে মেয়ের মোবাইল নম্বরে ফোন করে জানায় আব্দুল মান্নানকে অপহরণ করা হয়েছে।
মুক্তির বিনিময়ে ৮ লাখ টাকা দাবি করে অপহরণকারীরা। এ ঘটনায় অপহৃত আব্দুল মান্নানের ভাই আবু সাঈদ খান সদর থানায় অভিযোগ করলে অপহৃত ব্যক্তিকে উদ্ধারে গোয়েন্দা পুলিশের ওসি আমিরুল ইসলামের নেতৃত্বে একটি টিম মাঠে নামে। এ গোয়েন্দা টিম মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে অপহরণকারী চক্রের গ্যাং লিডার মালগ্রাম দক্ষিণপাড়ার আব্দুল বাসেতের ছেলে ও সাবেক যুবলীগ নেতা সোহেল আহম্মেদসহ চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করে।
বগুড়ার পুলিশ সুপার মোজাম্মেল হক জানান, এ চক্রটি দীর্ঘদিন ধরে সুন্দরী নারী দিয়ে প্রেমের ফাঁদ পেতে সরকারি কর্মকর্তা-কর্মচারি ও ব্যবসায়ীদের কৌশল ডেকে নেয়। এরপর তাদের জিম্মি করে মোটা অংকের টাকা দাবি করে আসছিল।
প্রতিক্ষণ/এডি/মেহেদি