যেকোন দিন কামারুজ্জামানের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম
মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী কামারুজ্জামানের ফাঁসির পূর্ণাঙ্গ রায় লেখা শেষ হয়েছে, কাজেই যেকোন দিন এই পূর্ণাঙ্গ রায় প্রকাশ হতে পারে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
রোববার দুপুরে নগরীর আদালত প্রাঙ্গনে সিলেটের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি ।
তিনি বলেন, ‘যিনি বিভক্ত রায় দিয়েছিলেন সেই বিচারক তার কপি ২ দিন আগে আদালতে জমা দিয়েছেন।
কাজেই যেকোন দিন এই পূর্ণাঙ্গ রায় প্রকাশ হতে পারে। কাদের মোল্লার পূর্ণাঙ্গ রায়ের অভিমত অনুযায়ী এ রায় প্রকাশের পর আসামি পক্ষকে রিভিউ করার জন্য ১৫ দিন সময় দেওয়া হবে।’
জেলা ও দায়রা জজ খোন্দকার কামালউজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
আইনমন্ত্রী বলেন, সাধারণ মানুষের ন্যায় বিচার প্রতিষ্ঠায় সরকার দেশের সবকটি জেলায় ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে। এরই অংশ হিসেবে সিলেটে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন নির্মাণ করা হয়েছে। ন্যায় বিচার প্রতিষ্ঠায় আইনজীবী ও বিচারকদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তৃতা করেন আইন মন্ত্রনালয়ের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক, সিলেটের বিদায়ী জেলা ও দায়রা জজ মো. মিজানুর রহমান, মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধা, সিলেটের পিপি অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ।
প্রতিক্ষণ /এডি/এনাম