যেখানে জয়ী হল বাংলাদেশ

প্রকাশঃ অক্টোবর ৩১, ২০১৫ সময়ঃ ৯:৩৬ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৩৬ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

rashedইস্ট বেঙ্গলকে হারিয়ে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের প্রথম আসরের শিরোপা জিতেছে চট্টগ্রাম আবাহনী। ফাইনালে ভারতের কলকাতার ঐতিহ্যবাহী ক্লাবটিকে ৩-১ গোলে উড়িয়ে দিয়েছে শফিকুল ইসলাম মানিকের দল। এ ম্যাচ ঘিরে ছিল একেক জনের একেক রকম বক্তব্য। ‘দৈনিক সমকাল’ এর ক্রিড়া প্রতিবেদক রাশেদুল ইসলাম ম্যাচটি নিয়ে তার ফেসবুক পাতায় একটি পোস্ট দিয়েছেন। পাঠকদের সুবিধার্থে তা হুবুহু তুলে দেয়া হল।

সুশীল সমাজ যতই বলুক , খেলাটা ইস্টবেঙ্গলের বিপক্ষে চট্রগ্রাম আবাহনীর । আমি বলব -‘ খেলাটা ছিল ভারতের বিপক্ষে বাংলাদেশের ‘ । যেখানে জয়ী হল বাংলাদেশ ।
.
চট্রগ্রাম আবাহনীর মাঠের খেলার জয় ছাপিয়ে জয় হল নৈতিকতারও । আইএফশিল্ডের মত কোন ন্যাক্কারজনক ঘটনা ঘটেনি । ১ গোল হজম করে মাঠে দাপট দেখিয়েই ৩ গোলের আয়েসী জয় নিয়ে চ্যাম্পিয়ান আবাহনী ।
.
ইষ্ট বেঙ্গলকে অভিনন্দন । ম্যাচের শেষ সেকেন্ড পর্যন্ত জয়ের মানসকিতা নিয়ে খেলার জন্য । এশিয়ান কিংবদন্তিরা যোগ্য একটি দলের কাছেই হেরেছে ।

প্রতিক্ষণ/এডি/এনজে

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G